সিলেটের রাতারগুল থেকে ধারণকৃত কিছু ফটোগ্রাফি

in #photography15 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আজকে আমি সিলেটের রাতারগুল থেকে ধারণকৃত কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। আসলে সিলেটে এর আগেও গিয়েছিলাম। কিন্তু রাতারগুল এই প্রথম গিয়েছি আমি। তবে রাতারগুলের প্রচুর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়।


তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সিলেটের রাতারগুলে অবশ্যই যাবো। আমরা সবাই জানি সিলেটের রাতারগুলের সোয়াম্প ফরেস্ট বেশ জনপ্রিয়। কারণ সোয়াম্প ফরেস্টের মধ্যে বোটে চড়ে ঘুরাঘুরি করলে এডভেঞ্চারাস মনে হয়। আসলে যারা সেখানে গিয়েছেন,তারা এই ব্যাপারটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব বোট ভাড়া করে, সোয়াম্প ফরেস্টের মধ্যে অনেকক্ষণ ঘুরাঘুরি করে জাস্ট অসাধারণ সময় কাটিয়েছিলাম। তাছাড়া ঘুরাঘুরি করার পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম ফাঁকে ফাঁকে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250609_104539.jpg

20250609_104317.jpg

20250609_104545.jpg

20250609_111012.jpg

20250609_111218.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১.১.২০২৬
লোকেশনরাতারগুল,সিলেট,বাংলাদেশ

Posted using SteemMobile