রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in #photography4 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ যেমন সুন্দর, তেমনি কাপ্তাই লেকটাও খুব সুন্দর। কাপ্তাই লেক এতটাই বড় যে,বোট দিয়ে ঘুরতে ঘুরতে বোটের শব্দে বিরক্ত হয়ে যাই,কিন্তু লেক দেখা শেষ হয় না। আমি এই প্রথম কাপ্তাই লেকে ঘুরতে গিয়েছিলাম। ঝুলন্ত ব্রিজ থেকে বোটে চড়ে প্রথমে পলওয়েল পার্কে গেলাম। তারপর শুভলং ঝর্ণার দিকে গিয়েছিলাম। শুভলং ঝর্ণা খুবই সুন্দর। শুভলং ঝর্ণা দেখে ফেরার পথে পাহাড়ে চড়ে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছিলাম। তাছাড়া ঘুরাঘুরি করার পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম ফাঁকে ফাঁকে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_260107_224557_143.jpg

Notes_260107_224458_9af.jpg

Notes_260107_224603_8dc.jpg

Notes_260107_224601_03d.jpg

Notes_260107_224555_5d3.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৭.১.২০২৬
লোকেশনরাঙ্গামাটি,বাংলাদেশ

Posted using SteemMobile

Sort:  

Great post! Featured in the hot section by @punicwax.