দুটি সুন্দর মুহূর্তের প্রতিচ্ছবি
আমাদের জীবনে চলাফেরার পথে এমন এমন কিছু মুহূর্ত বেধে যায়, আমাদের কাছে একটা স্মৃতিস্বরূপ হয়ে মনে গেঁথে যায়। এইরকম কিছু মূহর্ত চলতে ফিরতে ক্যামেরা বন্দি করেছিলাম। প্রথমের এই ছবিটি সন্ধ্যার পরে তুলেছিলাম। এখানে এটা একটা পার্কের ভেতর থেকে তোলা। কলকাতার সবথেকে বড়ো ইকো পার্ক থেকে। এখানে মাঠের এরিয়াটা এতো বড়ো যে, এখানে একটা জায়গায় ভেঙে ভেঙে অনেক খেলা একসাথে করা যায়। বাচ্চারা এখানে বেশ ভালো আনন্দের সাথে খেলাধুলা করে থাকে। আর এখানে সবথেকে ভালো লাগছিলো লম্বা লম্বা সারিবদ্ধভাবে লাইটগুলো। সবুজ ঘাসের উপরে লাইটগুলোর ইফেক্ট দারুন লাগছিলো। এখানে পরিবেশটা দারুন উপভোগযোগ্য। এখানে কেউ গল্পে মেতে আছে আবার কেউ হাঁটাহাঁটিতে নিজের সময়টুকু দিচ্ছে। পুরো পরিবেশটা যেন একটা শান্তিময় ছিল।
আর বিকেলের একটা সুন্দর মুহূর্ত আছে। মাঠে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে। এইসব দৃশ্যগুলো দেখলে যেন মনে হয়, নিজেই এই সময়টাতে চলে গেছি। এটা একটা স্কুলের মাঠ, এখানে মোটামুটি সবাই খেলাধুলা করায় ব্যস্ত থাকে। কেউ ফুটবল খেলছে আবার কেউ ক্রিকেট খেলছে। আমাদের এখন ব্যস্ততার কারণে মাঠেঘাটে যাওয়াই হয় না খেলাধুলা করার জন্য। তবে এইসব খেলাধুলা দেখলেই যেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগ্রত হয়। সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে, যখন স্কুল শেষে বিকেলে বল নিয়ে বন্ধুদের সাথে মাঠে ছুটে যাওয়া। এইসব দৃশ্য যেন জীবনের একটা শক্তির প্রতীক হিসেবে বিবেচিত, সবকিছু যেন প্রাণবন্ত আর উদ্যমে ভরা। সবকিছুই আলাদা আলাদা জীবনের গল্প।

