সবুজ ঘাসের মাঝে এক বিকেলের প্রতিচ্ছবি
এই যে বিস্তীর্ণ সবুজে ঘেরা মাঠ দেখতে পাচ্ছেন, এটা আমাদের কলকাতার সবথেকে বড়ো ইকো পার্কের একটা জায়গা। এটি বিশাল বড়ো একটা মাঠের সমান। কিন্তু এটা কিন্তু একদম গেটের থেকে ঢোকার মুহূর্তে রাস্তার পাশেই অবস্থিত। এইরকম পরিবেশের মাঝে মাঠ দেখতে পেলে মনে হবে যেনো, শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত একটি নীরব স্থান। মাঠের এক পাশে সারি সারি গাছগুলো যেনো ছায়াময় রেখা টেনে দিয়েছে। যদিও এই ঠান্ডার সময়ে এটা তেমন কিছু মনে হয় না, কিন্তু গরমের তাপের সময়ে এটা খুবই আশ্রয় স্থান বলে মনে হয়। এছাড়া এইগুলো পার্কের পরিবেশের জন্য অনেক সহায়ক।
এই জায়গাটার সবথেকে সুন্দর দিক হলো, এখানে কেউ কাউকে সঠিকভাবে চেনে না। কিন্তু তবুও দেখে মনে হয় সবাই একে অপরের নীরব সঙ্গী। কেউ কারো সাথে সেভাবে কথা না বললেও কিন্তু একটা পাশে থাকার অনুভূতি পাওয়া যায়। এখানে একটা ভালো দিক হলো, বিশেষ করে বাচ্চাদের জন্য, মন খুলে খোলা আকাশের নীচে খেলাধুলা করতে পারে। তবে এখানে যে শুধু বাচ্চারা খেলে থাকে, তা কিন্তু নয়। বড়োরাও সমান তালে আনন্দ করে থাকে । বেশ ভালো সুন্দর মুহূর্তের একটা প্রতিচ্ছবি।
