কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৫ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি।সুন্দর কিছু দেখলে ইচ্ছে করে ক্যামেরা বন্ধ করে রাখতে। বেশিরভাগ সময় আমি ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে থাকি। প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইটি করে ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করি। এ সপ্তাহ আমি সেরকমটাই করার চেষ্টা করব। আজকে এসেছি কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি বলে আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে চমৎকার এক থোকা মাধবীলতা ফুলের ফটোগ্রাফি।মাধবীলতা ফুলের গন্ধ পাগল করে দেওয়ার মত। এই ফুল চেনে না বা ভালবাসেনা এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। এই ফুল আমার ভীষণ ভালো লাগে। দেখতে যেমন সুন্দর এই ফুলের গন্ধ তার থেকেও অধিক সুন্দর।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে চমৎকার একটি লাল রংয়ের লাল্টানা ফুলের ফটোগ্রাফি। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। ফুলগুলো বিভিন্ন জাতের হয়ে থাকে। বর্ণ এবং রং ভেদে ফুলগুলো যেমন আলাদা তেমনি সৌন্দর্যের দিক দিয়ে আলাদা আলাদা রকম। এই ফুলের গন্ধ খুব একটা পছন্দের না হলেও দেখতে কিন্তু চমৎকার।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলে নাম আমি ব্যক্তিগতভাবে হলুদিয়া ফুল বলেই ডাকি।ফুল গুলো দেখতে অনেকটা মাইক ফুলের মতো হলেও এগুলো বিদেশি ফুল। এ নিজস্ব কোন গন্ধ নেই।। তবে গাছটিতে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলকে এক একজন এক এক নামে ডাকে। তবে সুন্দর সে দিক দিয়েই ফুল অনন্যতম সেরা। এই ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে। বিশেষ করে বাড়ির আঙিনায় কিংবা বাড়ির গেট অথবা কোন সরকারি অফিসের গেটে এ ধরনের ফুল দেখা যায়। এই ফুলগুলো যেখানে থাকে তার সৌন্দর্যই পাল্টে দেয়।
ফটোগ্রাফি নং-৫
এই ফটোগ্রাফি তে রয়েছে নামটা জানা আরও একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। আপনারা ফুলটির নাম জানলে অবশ্যই আমাকে জানাবেন। ফুল গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। পাপড়িগুলো বেশ মোটা মোটা। গোলাপি রঙের এই ফুলগুলো আমাকে ভীষণ আকর্ষণ করেছে।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে আমাদের খুবই পরিচিত একটি কলাবতী ফুলের ফটোগ্রাফি। এই ফুলের গাছগুলো কলা গাছের তুলনায় অনেকটাই ছোট। তবে দেখতে অনেকটাই কলা গাছের মতো হওয়ায় ফুল গুলোর নাম কলাবতী বলা হয়।এই ফুল লাল, গোলাপি, সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে। লাল রঙের এই ফুলটি ক্যাম্পাস থেকে ক্যাপচার করা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই অক্টোবর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14














বাহ আজকে তো আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে কিন্তু এমনিতে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। প্রতিটা ফুলের ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ওয়াও দারুণ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।