কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
৯ ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।
২৩ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।
|
|---|
|
|---|
সকাল থেকেই বেশ ব্যস্ত সময় পার করেছি সেই সকাল থেকেই। বোনের বাসায় দাওয়াত ছিলো সেই জন্য সকাল সকাল বের হয়ে আপুর এসে আপুকে হেল্প করতে করতে আর পোস্ট লিখার সময় পাইনি।তাই কেবল ফ্রি হয়ে লিখতে বসলাম।কি নিয়ে লিখবো তা নিয়ে চিন্তা করতে করতে কিছু সময় পার করলাম।তারপর ভাবলাম কিছু ফটোগ্রাফি নিয়ে পোস্ট করি।বেশ কিছু দিন আগে কৃষিমেলায় গিয়েছিলাম সেখানে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যার ছাদ বাগানের বেশ কিছু গাছ এনেছিলো পরিচিত মানুষের সাথে গাছ বিনিময় করতে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।
আমিও পেয়েছিলাম ২/৩ টা গাছ।এর আগে আমি একটা ডুমুর গাছ পেয়েছিলাম, সেই লোক আবার আরেকটা গাছ দিয়েছে। উনার ডুমুর গাছ থেকে অনেকগুলো ডুমুর খেয়েছি কিন্তু এখন বানরের জন্য আর রাখতে পারি না কাচা অবস্থায় পেরে ফেলে রেখে দিয়ে যায়।
এই ছবিটি পেটুনিয়া ফুলের। দেখতে বেশ সুন্দর। আরো অনেক কালার আসে। একটি গাছে অনেক ফুল ধরে। সাধারণত আইটির বাল্ব লাগাতে হয়। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Petunia. আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।
গোলাপ পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে,আমার কাছে একেবারে লাল গোলাপ ভীষণ ভালো লাগে,তবে অন্যনো কালার মোটামুটি ভালোই লাগে।
এই গাছটার আমি নাম জানি না,ছোট ছোট কি যেন ফল ধরে আছে।
এই ফুলগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে কমেন্টে বলে দিবেন।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | flowers |
| link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |











আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে আপন একটি ফটোগ্রাফি করেছেন একটি গাছ এবং ফলের। অনেকক্ষণ তাকে দেখলাম আপু কিন্তু বুঝতে পারলাম না আসলে এই গাছটির নাম কি। তবে ফলগুলো দেখতে অনেকটা কুলের মতো।
আপু আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি গুলো যত দেখি ততই ভালো লাগে। আজকে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দারুন দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।সব গুলো ফুলই অনেক সুন্দর আর আপনার ফটোগ্রাফি ও অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে দারুন এই ব্লগ শেয়ার করার জন্য।
কৃষি মেলায় গিয়ে আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপনার ওখানে তাহলে বানরের ভালোই উপদ্রব। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সবথেকে অদ্ভুত লেগেছে টেপুনিয়া ফুল, নামটা খুবই অদ্ভুত কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই ফুলটা আমি আগে কখনো দেখিনি।
ফুলকে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি।
আর আপনার কাছ থেকে আজকে এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুল আমার পছন্দের এবং এই প্রত্যেকটি ফুল আমি দেখেছি এবং বেশিরভাগ ফুলের ফটোগ্রাফি আমি করেছি।
আপু আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। এরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে ফুলের ফটোগ্রাফি করে সুন্দর ভাবে বর্ণনা দেওয়া জন্য।
ফুলের ফটোগ্রাফি আমার সব সময় ভালো লাগে।কারণ ফুল যে ভালোবাসার প্রতীক, ফুল যে সৌন্দর্যের প্রতীক। আজ আপনি আমাদের মাঝে ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।