শীতের সকালের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শীতের সকাল নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আশা করবো শীতের সকালে ধারণ করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

img_1730739694271.jpg


ফটোগ্রাফি সমূহ:


মাঝেমধ্যে সকালে পুকুরে উপস্থিত হই মাছ খাওয়া পাখি তাড়ানোর জন্য। বেশ কিছু পাখি রয়েছে যেগুলো মাছ খেয়ে যায়। সকালে মাছ ভেসে থাকে আর এই সুযোগে পাখিগুলো মাছ ধরে খাওয়ার চেষ্টা করে। আর সেজন্যই পাখিদের মুখ থেকে মাছ বাঁচাতেই সকালে দৌড়ে চলে যেতে হয় পুকুরে। মাছরাঙ্গা বক পানকৌড়ি সহ অনেক পাখির আগমন পুকুরে। আর ঠিক এমনই ভাবে অনেকেই উপস্থিত হয়ে যায় পুকুর পাড়ে পাখি তাড়াতে। কিন্তু আগের মত আর সেই সুবিধা নেই এখন। প্রচন্ড শিশির পড়া শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকেই। আর এদিকে সকাল ভোর হতেই কুয়াশা ঘিরে আসে গ্রামের চারিপাশে। আমি আজ তিন-চার দিন ধরে লক্ষ্য করে দেখছি এমন কুয়াশা শুরু হয়ে গেছে পাশাপাশি বেশ ঠান্ডা শীত অনুভব। আর ঠিক এই মুহূর্তে পুকুর পাড়ে উপস্থিতি হতে যে লক্ষ্য করে দেখলাম শীতের আগমন। একদিকে শিশির আরেক দিকে কুয়াশা যেন ভিজিয়ে দিয়েছে চারিপাশের গাছপালা ও অন্যান্য জিনিসগুলো। তাই ভাবলাম শীতের শুরুতেই শীতের সকাল নিয়ে সুন্দর একটা ব্লগ শেয়ার করি। তাই চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো লক্ষ্য করলাম তার মধ্য থেকে সৌন্দর্য উপভোগ করে সাথে সাথে ফটো ধারণ করলাম মোবাইল ফোনে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরপাড়ের বেশ কিছু চিত্র। একদিকে শাক সবজির গাছ অন্যদিকে পুকুরে পাখির উপস্থিতি।

IMG_20241104_081940_908.jpg

IMG_20241104_081907_537.jpg

IMG_20241104_081926_356.jpg


বেশ কিছুদিন ধরে আমাদের দেশের বৃষ্টি হলো সেটা আমরা অনেকে লক্ষ্য করেছি। এই বৃষ্টি অনেকের জন্য যেমন আশীর্বাদ ছিল আবার অনেকের জন্য বেশ অভিশাপ। কারণ অনেক কৃষকের সোনালী ফসল ধান নষ্ট হয়ে গেছে এমনকি পানিতে ডুবে গেছে। আর এই শীতের সকালে লক্ষ্য করে দেখলাম মাঠের চারিপাশে কুয়াশা ঘিরে এসেছে যেন দেখা যাচ্ছে না মাঠের বিভিন্ন সাইড গুলো। আরো সুন্দরভাবে অনুভব করলাম ধানের পাতার উপর জমে রয়েছে শিশির আবার জায়গায় জায়গায় কুয়াশার জন্য ভিজে একাকার হয়ে গেছে। আগের মত ফ্রি ভাবে আর সকালবেলায় মাঠে চলা যায় না। কিছুটা সময় সকালবেলায় মাঠে যখন দাঁড়িয়ে ছিলাম তখন লক্ষ্য করলাম নিজের মাথার চুল গুলোও যেন ভিজে যাচ্ছে। আর এদিকে হালকা ঝিরিঝিরি বাতাসে যেন ঠান্ডা অনুভব। তাই মনে হল এখন থেকে স্বাভাবিক গেঞ্জি গায়ে আর পুকুরে উপস্থিত হওয়ার ঠিক হবে না।

IMG_20241104_081101_423.jpg

IMG_20241104_081041_554.jpg

IMG_20241104_081126_970.jpg


এদিকে ঘাসের বুকে জমে থাকা মাকড়সার জালগুলো যেন কুয়াশাচ্ছন্ন হয়ে নতুন রূপ ধারণ করেছে। আবার অনেকে আংশিক খেয়াল করে দেখলাম মাকড়শা পোকামাকড় ধরার জন্য জাল পেতে রেখেছে। এদিকে গ্রামের গাছি ভাইয়েরা খেজুর গাছগুলো রস উৎপাদন করার জন্য সংস্কার শুরু করে দিয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে করতে প্রিয় কমিউনিটির কথা প্রিয় সদস্য বন্ধুদের কথা মনে করতে করতেই যেন ফটো ধারণ আর সকালের চলাচল ছিল আজ। যেদিকে তাকাই শুধু কুয়াশা ঘেরা অবস্থা।

IMG_20241104_083106_249.jpg

IMG_20241104_083123_017.jpg

IMG_20241104_080504_611.jpg

IMG_20241104_080848_551.jpg

IMG_20241104_080615_594.jpg

IMG_20241104_080829_647.jpg


আর এই কুয়াশাচ্ছন্ন সকালের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার শাক সবজির ফুলগুলো পাশাপাশি বনফুল গুলো দেখে। এখানে আপনারা অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন। যে ফুলগুলো আপনারা অনেকেই চিনেন কিন্তু নাম জানেন না। ঠিক তেমনি অনেকগুলো ফুলের ফটো ধারণ করলাম পুকুরপাড়ের আশেপাশে থেকে। তবে ভালো লাগলো ফসলের মাঠে আজ পর্যন্ত সরিষার ফুল দেখি নাই কিন্তু আমার পুকুর পাড়ে বেশ কিছু সরিষার ফুল লক্ষ্য করলাম। এছাড়াও জলপাই আলুর ফুল, বরবটির ফুল এমনকি আমার শিমের গাছেও অনেক ফুল ফুটেছে। তবে আরো খেয়াল করে দেখলাম সমস্ত ফুলগুলো যেন শিশিরে এবং কুয়াশার পানিতে ভিজে একাকার হয়ে রয়েছে। জায়গায় জায়গায় বৃষ্টির ফোটা জমে রয়েছে ফুলগুলোর বুকে। সকালের এই সুন্দর মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। হালকা হালকা ঠান্ডা এবং শীতের আগমন কুয়াশাচ্ছন্ন সকাল। সব কিছুর মাঝে যেন অন্যরকম প্রশান্তি খুঁজে পেয়েছিলাম আজ। আর এভাবেই যেন আজকে আমি শীতের অনুভূতি উপভোগ করেছি ইচ্ছে মতো সেই সাথে বরণ করেছি শীতকে।

IMG_20241104_083419_636.jpg

IMG_20241104_083050_882.jpg

IMG_20241104_082257_998.jpg

IMG_20241104_082137_006.jpg

IMG_20241104_082234_866.jpg

IMG_20241104_081245_920.jpg

IMG_20241104_081558_660.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 last year 

অসাধারণ ভাই অসাধারণ আপনি সকাল সকাল পুকুর পাড়ে গিয়ে শীতের সকালের বেশ কিছু ফটোগ্রাফি মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। শীতের সকালের ফটোগ্রাফি গুলো দেখে মনেই হলো যে শীত চলে এসেছে। যদিও এখন ঢাকায় শীতের কোন আনাগোনাই পাচ্ছিনা। তবে আমার কাছে গরমের চাইতে শীত টাই বেশি ভালো লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। যাইহোক শীতের সকালের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last year 

মোটামুটি শীত পড়ছে ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শীতের সকালে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।কেননা প্রত্যেকটা জিনিস শিশির ভেজায় থাকে। আর শিশির ভেজা জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শিশির ভেজা ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভরে গেল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই আমি তো একদিন করেই ফেললাম সকাল সকাল ফটো ধারণ।

 last year 

ভাই শীত পড়েছে শুনেই বড় অবাক লাগছে। কলকাতা শহরে আমরা গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি এখনো। তবে আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। বিশেষ করে মাকড়সার জালটি দেখে বেশ ভালো লাগলো। এমনভাবে ফাঁদ পেতে রাখা আমি কখনো দেখিনি। শাক সবজির ফুলগুলি ও বেশ সুন্দর তুলেছেন। একটি দারুণ গুছিয়ে পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন।।

 last year 

ভাইয়া এটা গ্রাম,এজন্য কুয়াশা শীতের অনুভব টা একটু বেশি

 last year 

এখন মোটামুটি সকালেই উঠা হয়। আমাদের এদিকে শীতের কোন চিহ্নমাএ নেই। কিন্তু আপনাদের এলাকায় তো সকালে রীতিমতো ভালো কুয়াশা পড়ছে। শীতের আগমনী এমন আমেজ সত্যি বেশ দারুণ লাগে। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

হ্যাঁ ভাই পারিপার্শ ঘিরে আসছে, সকাল আটটা নয়টা পর্যন্ত ভালোই কুয়াশা

 last year 

আমাদের এখানে বেশ কিছুদিন ঠান্ডা অনুভব হচ্ছে সকালবেলায়। প্রচন্ড কুয়াশা বলছে তাই, সেই সুযোগে আপনি সকালবেলায় পুকুর পাড়ে উপস্থিত হয়ে অনেকগুলো ফটো ধারণ করেছেন দেখলাম। অনেক অনেক ভালো লাগলো কুয়াশার ফটোগ্রাফির পাশাপাশি বনফুলের ফুলগুলো দেখে।

 last year 

হ্যাঁ কয়দিন ধরে কুয়াশা দেখছি

 last year 

শীতের শীতের সকালের প্রকৃতির দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।

 last year 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই

 last year 

শীতকালীন ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর শীতের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা ঘাসের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে।

 last year 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

গ্রামের দিকে এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। আমাদের এদিকে এখনো বেশ গরম পড়ছে। যাইহোক শীতের সকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। শিশির ভেজা ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে দেখতে। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ সকালবেলায় বেশ ঠান্ডা

 last year 

ভাই আপনি শীতে সকালের দারুন দারুন ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শীতের সকালের সৌন্দর্য উপভোগ করলে সারাদিন খুব ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

হ্যাঁ ভাই শীতের সকাল এসে গেছে তাই সৌন্দর্য উপভোগ করেছি