রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
প্রচন্ড ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে। এখন তাপমাত্রা চলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, feels like মাইনাস ফাইভ ডিগ্রী।তাহলে চিন্তা করে দেখুন কি অবস্থা? ঘরের ভেতরে তো ভালোই আছি।কিন্তু বাইরে বের হয়ে গেলে বোঝা যায় কতটা ঠান্ডা।ঘরের মধ্যে টুয়েন্টি ফোর আওয়ারস সেন্ট্রাল হিটার চালিয়ে রাখতে হচ্ছে, কারণ ঠান্ডা বরফ হয়ে যায়। আর হাসবেন্ড ছাড়া আমাদের কারও আপাতত বাইরে বের হতে হচ্ছে না কারণ বাচ্চাদের স্কুল এখনো খুলেনি, তবে আগামী সপ্তাহের শেষের দিকে স্কুল খুলবে।শুনেছি বাংলাদেশেও নাকি প্রচন্ড ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে।যাই হোক শীতের সিজন, ঠান্ডা তো পড়বেই।এটিও এক ধরনের সৌন্দর্য। এবার তাহলে চলে যাচ্ছি আমার মূল পর্বে। আজকে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।যার মধ্যে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের কিছু ফটোগ্রাফি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
প্রথমেই ইংল্যান্ডের এই চমৎকার ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম।ফটোগ্রাফিটি নিয়েছিলাম দুই দিন আগে জানালা দিয়ে, সন্ধ্যার ঠিক একটু পরে।
এবার চলে এলাম বাংলাদেশে। বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন আমরা ফ্যামিলির সকলে মিলে এই বারবিকিউ পার্টিটি করেছিলাম। খুবই মজা করেছিলাম সেদিন।
উপরের এই ফটোগ্রাফি দুটি নিয়েছিলাম বাংলাদেশ থেকে।বাংলাদেশের ওই টাটকা মাছগুলো খাওয়ার মজাই ছিল অন্য রকম।
আবার চলে এলাম ইংল্যান্ডে। বাংলাদেশ থেকে যখন এই শাতকরা, আদাজামির ও বোম্বাই মরিচ এনেছিলাম।
উপরের ফটোগ্রাফি গুলো আমার গার্ডেনের। গার্ডেন এখন শূন্য হয়ে মরার মত পড়ে রয়েছে।কারণ শীতের সময় একটি পাতাও থাকে না গাছে।আবার যখন ধীরে ধীরে গরম পড়া শুরু হবে তখন গাছে গাছে পাতা ও ফুলে ফলে ভরে যাবে।যদিও উপরের ওই ফটোগ্রাফি তিনটি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই ফটোগ্রাফি ছিল আমার সবচেয়ে পছন্দের, তাই আবারও শেয়ার করে দিলাম।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses













আপু আপনার শেয়ার করা বাংলাদেশ ও ইংল্যান্ডের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি ই ছিল চমৎকার।প্রতিটি ফটোগ্রাফিতে কতোই না স্মৃতি জড়ানো।অনেক ধন্যবাদ শেয়ার করে নেয়ার জন্য।
0.00 SBD,
0.66 STEEM,
0.66 SP