কক্সবাজার ভ্রমণ || পর্ব: ২
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
কত সুন্দর লাগছে সমুদ্রের ফেনা গুলো। আর ওখানে একটি বোট দেখতে পাচ্ছেন।ওই বোটে আমরা সকলে উঠেছিলাম একজন একজন করে। 600 টাকা করে নিয়েছিল জন প্রতি।বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে বোট চালক আমাদেরকে নিয়ে যাচ্ছিল। বেশ ভালোই এনজয় করেছিলাম, একটুও ভয় লাগেনি তখন।তবে সবচেয়ে বেশি এনজয় করেছিল আমাদের বাচ্চারা। তারা তো সাগর থেকে উঠতেই চাইনি।প্রায় তিন ঘণ্টার মতো আমরা সকলে সাগরে ইনজয় করেছিলাম। কিন্তু মজা বের হয়েছিল যখন সাগরের ভেজা কাপড়চোপড় নিয়ে রুমে এসেছিলাম।এতো বালু জমেছিল যে চার পাঁচবার ধোয়ার পরও বালুভরা।পুরো বাথরুম বালুতে ভরে গিয়েছিল।
সকলেই সমুদ্র দেখে ঝাঁপিয়ে পরে পানিতে, সারারাত না ঘুমানোর যে ক্লান্তি তা সমুদ্র দেখেই যেন বিলিন হয়ে যায়।আমার ভাই ও বোনেরা অনেক দূর পর্যন্ত গিয়েছিল পানিতে। আমি কিন্তু বেশি দূরে যাইনি, কারণ অনেক ভয় লাগে বড় বড় ঢেউগুলো দেখে।যাই হোক অনেক টেনশনে ছিলাম বৃষ্টি হবে কিনা, কারণ সারা রাত বৃষ্টি হয়েছিল।যাইহোক আজ তাহলে এতটুকুই।আগামী পর্বগুলোতে আরও অনেক ফটো নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Wow, @tangera, your trip to Cox's Bazar looks absolutely incredible! These photos are stunning, even the slightly blurry ones have a certain charm. I especially love the shots capturing the sea foam and the boat ride – it sounds like such an amazing experience, especially for the kids. It's funny how the beach follows you home with all that sand! Thanks for sharing your adventure and those beautiful iPhone 15 Pro Max photos with us. I can't wait to see more from your trip in the next post! What was your favorite part of the trip?
ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে নামলে আর উঠতে ইচ্ছে করে না। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
এখনো কক্সবাজার যাওয়া হয়নি প্রত্যেকের পোস্টে দেখেই ভালো লাগে।আপনার পোস্টে খুবই সুন্দর সুন্দর ফটো দেখলাম। বারোশো টাকার ফটো তুলেছিলেন তারমানে তো অনেক গুলি।যাইহোক এই পর্ব পড়ে ভালই লাগলো পরের পর্বের অপেক্ষায় রইলাম।