আমার কবিতার খাতা থেকে:অনুভূতির মিছিলে।।০৪ জানুয়ারি ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
সে মরতে চায় না—
সে চায় মরে যেতে জানাতে।
শরীর নয়,
ইচ্ছে, অভ্যাস, নাম—
সব পরিচয়ের ধুলো ঝেড়ে
একটা নীরব প্রস্থান।
সে জানে,
মৃত্যু মানে শেষ নয়,
মৃত্যু মানে আর কিছু চাইবার অধিকার না থাকা।
এই না-চাওয়াটুকুই
তার সবচেয়ে বড় তপস্যা।
একদিন সে ঈশ্বরকেও ছুটি দেয়—
বলে,
“আজ আর তোমার দরকার নেই,
আমি নিজের মধ্যেই
একটা শূন্য খুঁজে পেয়েছি।”
তার ইচ্ছে-মরণে
কোনো আগুন নেই,
কোনো বিষ নেই,
আছে শুধু
অতিরিক্ত অনুভূতির উপর
একটা নরম পর্দা টেনে দেওয়া।
সে চায়,
লোভ তার নাম ভুলে যাক,
ভয় তাকে চিনতে না পারে,
ভালবাসা এসে
আর প্রশ্ন না করে।
এই সন্ন্যাসী
গেরুয়া পরে না,
জঙ্গলে যায় না—
সে প্রতিদিন শহরের ভিড়েই
নিজেকে একটু একটু করে
ছাড়তে থাকে।
শেষে যখন ইচ্ছে-মরণ সম্পূর্ণ হয়,
কেউ টের পায় না।
শুধু বাতাস জানে—
আজ আর একজন
কিছুই চায় না।
আর যে কিছুই চায় না,
সে-ই তো
সবচেয়ে গভীরভাবে
বেঁচে থাকে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord





Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟