নিজের তোলা কিছু ন্যাচারাল ছবি সাথে ৩ টি কবিতা

in #poetrylast month

“সে দূর কোথায় ?” “অনেক—অনেক—দেশ যেতে হয় ছেড়ে, সেথা কেউ নাই শুধু তুমি আর সেই সে অচেনা ফেরে। তুমি ঘুমাইলে সে এসে আমায় কয়ে যায় কানে কানে, যাই—যাই—ওরে নিয়ে যাই আমি আমার দেশের পানে । বল, তুমি সেথা কখন যাবে না, সত্য করিয়া বল!” “নয় ! নয় ! নয় !” বউ কহে তার চোখ দুটি ছলছল । রূপা কয় “শোন সোনার বরণি, আমার এ কুঁড়ে ঘর, তোমার রূপের উপহাস শুধু করে সারাদিন ভর। তুমি ফুল ! তব ফুলের গায়েতে বহে বিহানের বায় আমি কাঁদি সই রোদ উঠিলে যে ফুরাবে রঙের আয় । আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই, তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই ।” এমন সময় বাহির হইতে বছির মামুর ডাকে, ধড়মড় করি উঠিয়া রূপাই চাহিল বেড়ার ফাঁকে ।

IMG_0044.JPG

এগারো সাজ সাজ বলিয়ারে শহরে পৈল সাড়া, সাত হাজার বাজে ঢোল চৌদ্দ হাজার কাড়া । প্রথমে সাজিল মর্দ আহ্লাদি ডগরী, পাঁচ কাঠা ভূঁই জুইড়া বসে মর্দ এয়সা ভারি তারপরে, সাজিল মর্দ তুরুক আমানি, সমুদ্দুরে নামলে তার হৈত আঁটুপানি । তারপরে সাজিল মর্দ নামে লোহাজুড়ী আছড়াইয়া মারত সে হাতীর শুঁড় ধরি তারপরে সাজিল মর্দ নামে আইন্দ্যা ছাইন্দ্যা, বাইশ মণ তামাক নেয় তার লেংটির মধ্যে বাইন্ধ্যা । তারপরে সাজিল মর্দ নামে মদন ঢুলি, বাইশ মণ পিতল তার ঢোলের চারটা খুলী । আতালী পাতালী সাজে গগনেরী ঠাটা, মেঘনাল সাজিয়া আইল তাম তুরুকের বেটা। তুগুলি মুগুলি সাজে তারা দুই ভাই, ঐরাবতে সাইজা আইল আজদাহা সেপাই । বন্দুকি বন্দুকি চলে কামানে কামান, ময়ূর-ময়ূরী চলে ধরিয়া পয়গাম। — মহরমের জারী

পাটার মত বুকখানিতে থাপড় মারে শাবল হাতে, বুকের হাড়ে লাগল বাড়ি, আগুন বুঝি জ্বলবে তাতে ! লম্ফে রূপা আনলো পেড়ে চাং হতে তার সড়কি খানা, ঢাল ঝুলায়ে মাজার সাথে থালে থালে মারল হানা । কোথায় রল রহম চাচা, কলম শেখ আর ছমির মিঞা, সাউদ পাড়ার খাঁরা কোথায় ? কাজীর পোরে' আন ডাকিয়া ? বন-গেঁয়োরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর-গায়ে, এই কথা আজ শোনার আগে মরিনি ক্যান্ গোরের ছায়ে ? 'আলী আলী” হাঁকল রূপাই, হুঙ্কারে তার গগন ফাটে, হুঙ্কারে তার গর্জে বছির আগুন যেন ধরল কাঠে ! ঘুম হতে সব গায়ের লোকে শুনল যেন রূপার বাড়ি; আকাশ হতে ভাঙছে ঠাটা, মেঘে মেঘে লাগছে বাড়ি । ডাক শুনে তার আস্‌ল ছুটে রহম চাচা, ছমির মিঞা, আস্‌ল হেঁকে কাজেম খুনী নখে নখে আঁচড় দিয়া । আল হেঁকে গাঁয়ের মোড়ল মালকোছাতে কাপড় পরি, এক নিমিষে গাঁয়ের লোকে রূপার বাড়ি ফেলল ভরি। লম্ফে দাঁড়ায় ছমির লেঠেল, মমিনপুরের চর দখলে, এক লাঠিতে একশ লোকের মাথা যে জন আস্‌ল দলে । দাঁড়ায় গাঁয়ের ছমির বুড়ো, বয়স তাহার যদিও আশী, গায়ে তাহার আজও আছে একশ লড়ার দাগের রাশি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61054.53
ETH 2976.59
USDT 1.00
SBD 3.65