স্বরচিত কবিতাঃ ১৪ ই ফেব্রুয়ারি।

in আমার বাংলা ব্লগlast month

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1739556410473.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ ১৪ ই ফেব্রুয়ারি।

লিখেছি আমি : @nevlu123

১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।
এইদিনে পাইনিকো ভালোবাসার আভাস।
ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা হৃদয়ে, হয়ে থাকে অনন্য।

সার্বজনীন ভালোবাসা সবার জন্য বয়।
একদিনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়।
এ ধরনের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়।
একদিন কেন্দ্রিক ভালোবাসা নীতির অবক্ষয়।

ভালোবাসা নয় কোন একদিনের জন্য।
ভালোবাসা নয় কোন দোকানের পণ্য।
ভালোবাসা মায়াময় সুন্দর ও সাবলীল
ভালোবাসা মধুর ও সুখ-শান্তি অনাবিল।

ভালবেসে জয় করা যায় দূর দুরান্ত।
ভালোবাসা মনে যোগায় সমৃদ্ধি অফুরন্ত।
ভালোবাসা বাগানে ফোটা,সদ্য গোলাপ ফুল।
ভালোবাসা সম্পর্ক জোগায় হয়ে স্রোতের অনুকূল।

ভালোবাসা মানে সদায় সার্বজনীন
ভালোবাসার সব বন্ধন হয় অমলিন।
ভালোবাসা পবিত্র থাকে হৃদয় মাঝে।
ভালোবাসা দ্বারাই সঠিক মানুষ গড়ে।



কবিতার মর্ম কথা

মূলত প্রেম ভালোবাসা আল্লাহ তার প্রিয় হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উৎসরিত। ভালোবাসা স্রষ্টা-সৃষ্টির সম্পর্কের ইঙ্গিত বহন করে। শঙ্কিত মানবতা, বিপন্ন পৃথিবী হতে আলোকৃত মানুষ গড়তে ভালোবাসার বিকল্প কিছু নেই। ভালোবাসা এক প্রবিত্র প্রেমময়, আনন্দময়, আবেগ অনুভূতি। ভালোবাসা মানুষের নিত্য দিনের প্রতিনিয়ত সঙ্গী। ভালোবাসা কোন এক নিদিষ্ট দিনের নির্ধারিত সীমাবদ্ধ কোন বিষয় নয়। ভালোবাসার আবেশ অসীম,ব্যাপ্তি সর্বময়। এর উদযাপন এবং পালনের সাথে হালাল বা হারাম কোন সম্পর্ক নয় বরং যে বা যারা উদযাপন পালন করছে তার উপর নির্ভরশীল। ভালোবাসা কেবল নির্দিষ্ট কোন বয়স, সম্পর্ক বা লিঙ্গ আবর্তে সীমাবদ্ব নয় বরং এর ব্যাপ্তি সার্বজনীন। ভালোবাসা সংঘাতহীন সুন্দর সাবলীল পৃথিবী গড়তে দায়িত্ববোদ তৈরি করে। আজকে এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last month 

ভালোবাসা আসলেই একদিনের জন্য নয় এবং ভালোবাসা কোন দোকানেরও পণ্য নয়।একদম দারুন বলেছো আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবার অন্তরে বিদ্যমান। আর এটি মূলত প্রতিদিনের ও সবার জন্য। আর কেউ যদি একজন কেন্দ্রিক করে এটা মোটেও ঠিক নয়। ধন্যবাদ চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।

 last month 

একদম ঠিক বলেছ ধন্যবাদ তোমাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

💚💞

 last month 

Screenshot_20250215-085716_Chrome.jpg

Screenshot_20250215-085912_Chrome.jpg

 last month 

বেশ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই ভালোবাসা একদিনের জন্য নয়।ভালোবাসা কোন দোকানের পণ্য না। ভালোবাসা পবিত্র ভালোবাসা দিয়েই সঠিক মানুষ গরে। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য।

 last month 

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা প্রত্যেকটা লাইন সত্যি দারুন ছিল। পুরো কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু যথাযথ মন্তব্য করার জন্য।

 last month 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে ভালোবাসা শুধুমাত্র একটি দিন একটি মুহূর্তের জন্য হৃদয়ে সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা প্রিয়জন এবং স্রষ্টার সকল সৃষ্টির প্রতি হৃদয়ে প্রতিমুহূর্তে প্রতিদিন বিরাজমান। ভালোবাসার মাধ্যমে স্রষ্টার সৃষ্টির আপন হওয়া যায়। হৃদয়ে অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন । ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last month 

ধন্যবাদ তোমাকে মন্তব্য করার জন্য ভালো থেকো।

 last month 

কবিতাটি খুবই সুন্দর এবং হৃদয়স্পর্শী। ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে ভালোবাসার প্রকৃত অর্থকে খুব ভালোভাবে তুলে ধরেছেন। সত্যিই, ভালোবাসা একদিনের জন্য নয়, এটি হৃদয়ে, সার্বজনীন এবং শাশ্বত। আপনার এই কবিতা আমাদের ভালোবাসার প্রকৃত মাধুর্য বুঝিয়ে দিয়েছে। খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 last month 

গঠনমূলক মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ আপু।

 last month 

আসলেই প্রেম ভালোবাসা একদিনের জন্য নয়। কিন্তু এখনকার কিছু কিছু ছেলে মেয়ে ভালোবাসার মতো এমন পবিত্র জিনিসটাকে একেবারে নোংরা করে ফেলছে। যাইহোক কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

চেষ্টা করেছি সুন্দর কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে।