"আমার বাংলা ব্লগ"// কবিতা // ঈদের হাওয়া 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
দীর্ঘ একটি বছর পর আমরা মাহে রমজান মাস পেয়েছিলাম। এই বরকত ও রহমতের মাস আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। ২০ টি দিন আমরা পার করেছি, আর মাত্র ১০ টি দিন রয়েছে। তাই যেন এখন মার্কেটে ভিড়ের সমাহার। সবাই ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে, পরিবারের সাথে ঈদ করবে এবং পরিবারের সকলের জন্য নতুন জামা কাপড় কেনাকাটার ধুম পড়েছে। ঈদের হাওয়া যেন বয়তে শুরু করেছে। তাই তো আজকে আপনাদের মাঝে ঈদের হাওয়া নিয়ে আমার মনের অনুভূতি থেকেই এই কবিতাটি লিখে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
চারদিকে আজ ঈদের হাওয়া,
বয়ছে আনন্দের সাথে।
সবাই এখন কেনাকাটা করতে,
তাই মার্কেটে দিকে ছুটেছে।
মার্কেটে এসে দেখলাম আমি,
ভিড়ের সমাহার।
কোথায় পা ফেলব আমি,
সেই জায়গায় খুঁজি বারে বার।
সবাই মিলে একই সাথে,
কেনাকাটা করছে পরিবারের জন্য।
তাই তো সবার মাঝে আজ,
ঈদের আনন্দ যে ফুটলো।
আনন্দের সাথে নতুন জামা পরে,
ঈদগাহ মোরা যাবে।
তাই তো মোদের আনন্দের,
আজ জোড়ায় ওঠেছে।
মাহে রমজানের শেষের দিকে,
সবাই এখন গ্রামে এসেছে।
শহর থেকে গ্রামে এসে,
ঈদের হাওয়া ছড়িয়ে দিয়েছে।
তাই তো আজ সবাই মিলে,
নতুন জামা কেনার ধুম পড়েছে।
নতুন জামা পরে মোরা,
যাবো আত্মীয়র বাড়িতে।
সবাই মিলে চলো ভাই,
মার্কেটের দিকে চলো।
ঈদের হাওয়া বইছে এখন,
তাড়াতাড়ি তাই কিনে ফেলো।





দেখতে দেখতে ঈদের দিন অতি নিকটে চলে এসেছে। দীর্ঘ এক মাস সারাদিন না খেয়ে সিয়াম সাধনা করাটা মুসলমানের জন্য যেমন কঠিন তেমনি আনন্দের। অনেক ভালো লিখেছেন আপনি।
https://x.com/rayhan111s/status/1903440229773488528?t=36UoNSLq4NYq-7IVCW4lUw&s=19
https://x.com/rayhan111s/status/1903499286224216410?t=FhBLI4dnIxcmLSdSVAqeAg&s=19
https://x.com/rayhan111s/status/1903502037545111977?t=VxLSfgslz7jLRq_5-HC1eQ&s=19
কবিতাটি ঈদের আনন্দ, কেনাকাটা এবং পরিবারের সাথে উৎসবের মুহূর্তগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। ভাষা সরল ও প্রাঞ্জল, যা ঈদের উচ্ছ্বাস ভালভাবে প্রকাশ করেছে। খুব সুন্দর!
ঈদ উপলক্ষে সবার ব্যস্ততার শেষ নেই। ঈদের আমেজ ঘরে ঘরে পৌঁছে গেছে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখলেন পড়ে খুবই ভালো লেগেছে।
ঈদ মানেই হলো আনন্দ। আর ঈদ মানেই হল কত রকমের ব্যস্ততা।এই ব্যস্ততাকে ঘিরেই আমাদের আনন্দগুলো উদযাপিত হয়ে থাকে। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।