"আমার বাংলা ব্লগ"// কবিতা // ঈদের হাওয়া 💖

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


christmas-wallpaper-648430_1280.jpg

source

দীর্ঘ একটি বছর পর আমরা মাহে রমজান মাস পেয়েছিলাম। এই বরকত ও রহমতের মাস আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। ২০ টি দিন আমরা পার করেছি, আর মাত্র ১০ টি দিন রয়েছে। তাই যেন এখন মার্কেটে ভিড়ের সমাহার। সবাই ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে, পরিবারের সাথে ঈদ করবে এবং পরিবারের সকলের জন্য নতুন জামা কাপড় কেনাকাটার ধুম পড়েছে। ঈদের হাওয়া যেন বয়তে শুরু করেছে। তাই তো আজকে আপনাদের মাঝে ঈদের হাওয়া নিয়ে আমার মনের অনুভূতি থেকেই এই কবিতাটি লিখে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


ঈদের হাওয়া
মোঃরায়হান রেজা


চারদিকে আজ ঈদের হাওয়া,
বয়ছে আনন্দের সাথে।
সবাই এখন কেনাকাটা করতে,
তাই মার্কেটে দিকে ছুটেছে।

মার্কেটে এসে দেখলাম আমি,
ভিড়ের সমাহার।
কোথায় পা ফেলব আমি,
সেই জায়গায় খুঁজি বারে বার।

সবাই মিলে একই সাথে,
কেনাকাটা করছে পরিবারের জন্য।
তাই তো সবার মাঝে আজ,
ঈদের আনন্দ যে ফুটলো।

আনন্দের সাথে নতুন জামা পরে,
ঈদগাহ মোরা যাবে।
তাই তো মোদের আনন্দের,
আজ জোড়ায় ওঠেছে।

মাহে রমজানের শেষের দিকে,
সবাই এখন গ্রামে এসেছে।
শহর থেকে গ্রামে এসে,
ঈদের হাওয়া ছড়িয়ে দিয়েছে।

তাই তো আজ সবাই মিলে,
নতুন জামা কেনার ধুম পড়েছে।
নতুন জামা পরে মোরা,
যাবো আত্মীয়র বাড়িতে।

সবাই মিলে চলো ভাই,
মার্কেটের দিকে চলো।
ঈদের হাওয়া বইছে এখন,
তাড়াতাড়ি তাই কিনে ফেলো।

fox-ga73d03b37_1920.png

source

আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পরিবারের সকলকে সাথে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তাইতো নতুন জামা কেনা কাটার জন্য ধুম পড়ে যায়। সবাই নতুন জামা কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই ঈদের হাওয়া নিয়েই আজকে আপনাদের মাঝে আমার মনের অনুভূতি থেকে লেখা এই কবিতাটি। আসলে ঈদের হাওয়া আমাদের মাঝে যেন বয়তে শুরু করেছে। তাই আজকে এই কবিতাটি লিখে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে ভাল লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 10 months ago 

দেখতে দেখতে ঈদের দিন অতি নিকটে চলে এসেছে। দীর্ঘ এক মাস সারাদিন না খেয়ে সিয়াম সাধনা করাটা মুসলমানের জন্য যেমন কঠিন তেমনি আনন্দের। অনেক ভালো লিখেছেন আপনি।

কবিতাটি ঈদের আনন্দ, কেনাকাটা এবং পরিবারের সাথে উৎসবের মুহূর্তগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। ভাষা সরল ও প্রাঞ্জল, যা ঈদের উচ্ছ্বাস ভালভাবে প্রকাশ করেছে। খুব সুন্দর!

 10 months ago 

ঈদ উপলক্ষে সবার ব্যস্ততার শেষ নেই। ঈদের আমেজ ঘরে ঘরে পৌঁছে গেছে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখলেন পড়ে খুবই ভালো লেগেছে।

 10 months ago 

ঈদ মানেই হলো আনন্দ। আর ঈদ মানেই হল কত রকমের ব্যস্ততা।এই ব্যস্ততাকে ঘিরেই আমাদের আনন্দগুলো উদযাপিত হয়ে থাকে। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। পড়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।