আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ মার্চ ২০২৪

in #poetry24 days ago
আসসালামুআলাইকুম

s11.jpg

|

দুপুর থেকে একটি বিকেল
এক অজানা ভুবন
একাকী হেঁটে বেড়ানো
শেষ বিকেলের আলোয় ফিরে তাকানো।
তারপর এক নিঝুম সন্ধ্যায়
স্বপ্নগুলো মেলে দেয়া
তুমি একটু কাছে এলে
যেন গভীর চুম্বন দু’চোখে!
স্বর্ণালী আভা দূর আকাশে
হলুদ বসন্তে ছুঁয়ে থাকা মন
এর বেশী কিছু স্বপ্ন ছিলনা
একটু প্রেম আর তোমার সঙ্গ।
|
|-শুভ সকাল 🍃🌾🐦|

s12.jpg

|

নদীর নামটি সুখ;
তার প্রেমে ভরা বুক
সে চলে যায় দূরে
তাকায় না ভুলেও ঘুরে।
প্রাণভরা হাসি কী নিবিড়
ছায়ায় ঘেরা দুই তীর
ডাক দেয়, স্মৃতি করে ভিড়।
ঢেউয়ে রুপোর রৌদ্র হাসে
সুরে সারাজীবন ভাসে;
একই দেহে কত ভালবাসা
জলের আদরে শত আশা
এর ঢেউয়ে মেটে ক্লান্তি
মায়ায় বাঁধলেই হয় ভ্রান্তি।
|
|-শুভ সকাল 🍃🌾🐦|

Sort:  

Wow the flowers looks so beautiful.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56