পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ7 days ago (edited)

Blue Black Professiona Intelligent Technology Presentation_20260105_211101_0000.jpg

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?
দীর্ঘ অনেকদিন ধরে আমরা “টার্গেট ডিসেম্বর” নামে একটি উদ্যোগ নিয়ে কমিউনিটিতে কার্যক্রম চালিয়ে আসছিলাম। কিন্তু ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর কমিউনিটি বন্ধ হয়ে যাওয়ায় সেই উদ্যোগটি আর চালু রাখা সম্ভব হয়নি। এ উদ্যোগটি সিজন–৫ পর্যন্ত সফলভাবে চলেছিল।

যখন প্রথম এটি শুরু করা হয়েছিল, তখন আমরা সবাই দারুণ আগ্রহ নিয়ে নিয়মিত পাওয়ার আপ করতাম। নতুন বছরের শুরুতেই সবাই নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করত। প্রতিটি পাওয়ার আপের মাধ্যমে ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতাম। ব্যাপারটা সত্যিই অসাধারণ ছিল। বছর শেষে যখন লক্ষ্য পূরণ হতো, তখন আনন্দের কোনো সীমা থাকত না। এরপর আবার নতুন বছরে নতুন লক্ষ্য নির্ধারণ করা হতো। এভাবেই ধারাবাহিকভাবে চলছিল আমাদের যাত্রা।

এর পাশাপাশি প্রতি সপ্তাহে পাওয়ার আপকে কেন্দ্র করে একটি করে কনটেস্ট হতো, যা ছিল “টার্গেট ডিসেম্বর” উদ্যোগেরই অংশ। প্রতি সপ্তাহে ৭৫ স্টিম পুরস্কার হিসেবে রাখা হতো। কিন্তু সেই দিনগুলো এখন অতীত। তবুও আজও সেই শুরুর দিনগুলোর কথা মনে পড়ে। আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই উদ্যোগটির সঙ্গে। এখন সেই চিরচেনা কার্যক্রমটির সমাপ্তি ঘটেছে।

তবে আমি এখনো পাওয়ার আপ করতে ভালোবাসি। তাই মাঝে মাঝে ইচ্ছা হলেই পাওয়ার আপ করে ফেলি এবং সেটি পোস্টের মাধ্যমে শেয়ার করি। আজও ঠিক তেমনই অল্প পরিমাণে একটি পাওয়ার আপ করেছি। চলুন, পাওয়ার আপের ধাপগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

পাওয়ার আপের আগে আমার মোট SP ছিল ৯৯৬৪৪

Screenshot_2026-01-05-20-55-04-253_com.chrome.beta-edit.jpg

আমি ২৫ স্টিম পাওয়ার আপ করেছি

Screenshot_2026-01-05-20-55-20-293_com.chrome.beta-edit.jpg

ফলে এখন আমার মোট SP দাঁড়িয়েছে ৯৯৬৬৯ স্টিম

Screenshot_2026-01-05-20-55-40-113_com.chrome.beta-edit.jpg

এভাবেই কয়েকদিন পরপর ইনশাআল্লাহ পাওয়ার আপ করতে থাকব। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমার মোট SP 110k তে পৌঁছাবে। আপনারাও চাইলে নিয়মিত পাওয়ার আপ করতে পারেন। স্টিমিটের একটি দারুণ দিক হলো মার্কেটের দাম যাই হোক না কেন, আপনার ওয়ালেটে যদি SP থাকে, তাহলে সেটি ব্যবহার করে আয় করা সম্ভব।

তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা জরুরি। কখনোই নিজের সবকিছু রিইনভেস্ট করবেন না। মার্কেট খুবই অনিশ্চিত। তাই শুধুমাত্র সেই পরিমাণ money বিনিয়োগ করুন, যা ক্ষতি হলেও আপনার বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না। এটি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি ছোট পরামর্শ। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png