৩০ স্টিম পাওয়ার আপ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।যদিও আমার বাংলা ব্লগ চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর আগের মত নেই, আর পোস্ট তেমন নিয়মিত করা হচ্ছে না।কিন্তু তারপরও আমি আমার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।চেষ্টা করব প্রতি সপ্তাহেই 30 স্টিম করে পাওয়ার আপ করতে। যদিও পরিমান ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র থেকেই ধীরে ধীরে বৃহৎ কিছুতে পরিনত হওয়া সম্ভব।যেমন সেই বাংলা ব্লগে যখন প্রথম জয়েন করেছিলাম তখন ৫০০ স্টিম পাওয়ার ছিল, যা আজ ৬১,০০০ পাওয়ারে পরিনত হয়েছে।পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় না রাখলে আমার আজ এই অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না।আর স্টিমিটিকে টিকিয়ে রাখার জন্য পাওয়ার আপের বিকল্প কিছুই নেই।আমাদের সকলেরই উচিত এভাবে কিছু কিছু করে পাওয়ার আপ করা।
এ সপ্তাহে ৩০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৬১,৫৬২ ।পাওয়ার আপ এর পরে হয়েছে ৬১,৫৯২ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses







পাওয়ার আপ করলে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়।আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন যা আপনার একাউন্ট ধীরে ধীরে আরো অনেক বেশী শক্তিশালী হয়ে উঠবে।ধারাবাহিকতা বজায় রাখবেন আশা করছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
0.00 SBD,
0.62 STEEM,
0.62 SP