কাজের প্রতি প্রোডাক্টিভ হওয়া

ChatGPT Image Dec 18, 2025, 09_53_17 AM.png

Image Created by OpenAI

আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই প্রায় একটাই অভিযোগ করতে থাকি যে, সময় পাই না বা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। আসলে আমাদের সময়ের অভাব নয়, অভাব যেটা হয়, সেটা হলো আমাদের সঠিক স্কিলস এর। এই স্কিলস এর অভাবে আমাদের সময়ের কোনো সঠিক ব্যবহার আমরা করতে পারিনা। প্রায় সময় একটা এলোমেলো ভাবে কাজ করতে থাকি। তবে আমরা যদি স্কিলস সঠিক ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে পারি, তাহলে সময়ের কাজ সময়ে শেষ করে বরং আরো অন্যান্য কাজেও সময় দেওয়া যায়। প্রোডাক্টিভ হওয়ার গুরুত্বপূর্ন সবথেকে প্রথম আর প্রধান যে স্কিলস, সেটা হলো সময় ম্যানেজ করা। কারণ সময়কে যতো ম্যানেজ করে রাখা যায়, ততো ভালো হয় কাজের সময়।

যেমন- সহজভাবে বললে, সময়ের কাজ টাইম অনুযায়ী ভাগ করে রাখা এবং গুরুত্বপূর্ন কাজগুলো আগে সময় ভাগ করে কমপ্লিট করে নেওয়া। তারপর অপ্রয়োজনীয়, যেমন বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যমে হালকা সময় দেওয়া। এখন বর্তমানে আমাদের আরো একটা বড়ো সমস্যা হলো কোনো কাজে মনোযোগ ধরে রাখতে না পারা। এর একটা কারণ হলো- আমরা কিন্তু বেশিরভাগ সময়ে কাজ করার সময় এক হাতে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। এতে করে যে কাজ ১৫ মিনিটে শেষ হওয়ার কথা সেটা মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ১ ঘণ্টার কাছাকাছি লেগে যায়। এইসব এর কারণে কাজের কাজ তো কিছুই হয় না, বরং শুধু সময় নষ্ট হয়ে যায়। কোনো কাজের প্রতি ফোকাস যতো গভীর হবে, প্রোডাক্টিভিটি ততো বেশি বাড়বে। ফলে সময়কে যদি কন্ট্রোলে আনা যায়, তাহলে জীবনও কন্ট্রোলে চলে আসে।