তালের বড়া তৈরির রেসিপি।

in #recipelast year

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেক টা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে তালের বড়া তৈরির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230711_121720.jpg

তালের বড়া তৈরির রেসিপি।
উপকরণ -
১।তাল
২।চালের গুঁড়া
৩।চিনি
৪।লবণ
৫।তেল

ধাপ-১
IMG_20230711_112026.jpg

IMG_20230711_111352.jpg

প্রথমে একটা বড় বাটির মধ্যে একে একে চালের গুঁড়া তাল চিনি ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230711_121820.jpg

IMG_20230711_112030.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে।

ধাপ-৩
IMG_20230711_121720.jpg

IMG_20230711_113452.jpg

IMG_20230711_113443.jpg

IMG_20230711_112106.jpg

এরপর মাখিয়ে রাখা তালের বড়া গরম তেলে উপর ছাড়তে হবে। তারপর উল্টেপাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। তালের বড়া তৈরির রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।