রোড সেফটি
Image Created by OpenAI
আজকে রোড সেফটি নিয়ে ছোটো একটা আলোচনা করা যাক। রোড সেফটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো কাজে বাইরে যাই, কেউ তার নিজের কর্মস্থলে চলে যায়, কেউ স্কুল-কলেজে যাতায়াত করে থাকে আবার কেউ কোথাও ঘুরতে গেলেও রাস্তায় হেঁটে থাকি। কিন্তু এই চলাচলের সময়ে আমরা একটা বিষয় ভুলে যাই আর সেটা হলো নিজের সেফটি বিষয়টা। কারণ আমরা অনেকেই এমন আছি যে, রাস্তায় চলাচলের সময়ে ফোন ব্যবহার করাটা একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যার কারণে কিন্তু রোড দুর্ঘটনা বেড়েই চলেছে। অনেকেই আবার বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে নিজেও বিপদের সম্মুখীন হয় আবার পথচারীদেরও বিপদে ফেলে থাকেন।
তারপর বর্তমানে লোকাল যেসব এলাকায় চলাচল করা হয়, সেখানে দেখা যায়, কেউ ট্রাফিক নিয়ম পালন করেননা। যেখানে পথচারীদের জন্য জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা, সেখান দিয়ে না গিয়ে বেপরোয়াভাবে পারাপার করে থাকে, এর ফলেও বড়ো দুর্ঘটনা ঘটে থাকে। তারপর যারা গাড়ি চালান, অনেকেই এমন আছে যে, হেলমেট ছাড়া, তারপর সিট্ বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে থাকে। কিন্তু আসলে এইসব নিয়ম ভেঙে গাড়ি চালালে বা পথ চললে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়, তাতে করে যদি নিজের সাবধানতা নিজে পালন করে না চলা যায়, তাহলে একটু অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বেশি দুর্ঘটনার কারণ হলো-গাড়ি ওভার স্পিডে চালানো আর নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানো , এই দুটিই প্রধান কারণ। আর একটা হচ্ছে যেখানে সেখানে রেসিং, সবথেকে রিস্কি।
