কোন কিছুই কেন জানি ভালো লাগছে না
বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে অর্থনৈতিকভাবে ও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এছাড়াও বর্তমানে আমার গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে বর্তমানে আমি কি করবো আমার ক্যারিয়ার কোন দিকে নিয়ে যাব এই বিষয় নিয়ে ব্যাপক ধরনের দুশ্চিন্তায় রয়েছি। যদিও আমি এর আগে চাকরি করতাম কিন্তু সেই চাকরি করে বর্তমানে যে পরিমাণ খরচ বেড়েছে সেটা কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। তাই এর পাশাপাশি কিছু করার চেষ্টা করছি এবং চিন্তা ভাবনা করছি।
এছাড়াও মনের মধ্যে একটি অপ্রকাশিত ব্যাথা রয়েছে, মন সব সময় আনচান করছে, যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে খুব দ্রুতই অনেক বড় কিছু হতে যাচ্ছে। যেটা আমি এখন ও বুঝতে পারছি না। সবমিলিয়ে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে এখন যেই সময়টা আমি কাটাচ্ছি সেই সময়টাই হয়তো আমার জীবনের ভালো সময় কারণ অদূর ভবিষ্যতে এর থেকেও অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেটা আমি এখন থেকেই আন্দাজ করতে পারছি। যদি না নিজের জীবনে কিছু একটা করতে পারি তাহলে।
তবে আমি ব্যক্তিগতভাবে একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ তা'আলা যেহেতু আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে তিনি অবশ্যই কোন না কোন ব্যবস্থা করে রেখেছেন। শুধুমাত্র আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। কোন না কোন জায়গা থেকে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আমার কোনো না কোনো এক ব্যবস্থা করে দেবেন। আমিও ব্যক্তিগতভাবে এটাই মনে করি আমার জন্য মহান সৃষ্টিকর্তাই যথেষ্ট।
জীবন থেকে এক এক করে সব মূল্যবান জিনিসগুলো চলে যাচ্ছে। আমি আমার এই জীবনের বাকিটা পথ কি নিয়ে পাড়ি দেবো সেটাই বোধগম্য হচ্ছে না। এক এক করে জীবনের প্রতিটা পদক্ষেপ নিচ্ছি অনেকটা কষ্টের সহকারে, যেটা হয়তো আমার পরিবারের মানুষেরা তেমন বুঝতে পারছে না, হয়তো আমি ঠিক ভাবে তাদেরকে বুঝতে দিচ্ছি না। কিন্তু আমি মেন্টালি ভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং আমি মানসিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি। জানিনা মহান সৃষ্টিকর্তা কতদিন আর আমার পরীক্ষা নিবেন। তবে আমি মহান সৃষ্টিকর্তার উপর অনেক ভরসা রাখি তিনি কোন না কোন এক ব্যবস্থা অবশ্যই করে দেবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কোন কিছুই কেন জানি ভালো লাগছে না
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...


