শ্রী স্বামী নারায়ণ মন্দিরের "প্রেমবাটী"
নমস্কার বন্ধুরা,
স্বামীনারায়ণ মন্দিরের মূল মন্দির থেকে বেরিয়েই যখন পার্কিংয়ের কাছে পৌছাবো তার আগেই পেলাম মন্দির পরিসরের মধ্যেই থাকা তাদের প্রেমবাটী। যেটা শ্রী স্বামীনারায়ণ মন্দিরের নিরামিষ খাবারের ব্যবস্থা। মন্দিরটা যেহেতু বিশাল তাই স্বভাবতই ভক্তগণ সকালবেলা এসে তাদের খাওয়া-দাওয়া সেরেই ফেরেন। সেই সকাল বেলা বাড়ি থেকে এসেছি আমি ঢুকে পড়লাম বিশাল ফুড কোর্টের মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন বহু জনের খাবারের সুব্যবস্থা বানানোর রয়েছে তাতে বহু ভক্তগণ বসে খাওয়া- করছেন। ফুড কোর্টে ঢোকার পরেই প্রেমবাটীর খাবারের পুরো লিস্ট দেখে চোখ বুলিয়ে নিলাম। সকাল বেলার খাওয়ার হালকা খাব, সেই কারণে কফি, ধোকলা সাথে দই বড়া অর্ডার করে বসলাম। কফি খেলে কোন কারণে যদি হালকা পেট গরম হয় দই বড়া সেটাকেই ঠান্ডা করে দেবে। টাকা মিটিয়ে পাশে থাকা অনেকগুলো কাউন্টার থেকে আবার খাবারগুলো নিয়ে নিলাম তারপর সোজা গিয়ে বসলাম একটা ফাঁকা জায়গায়।
সকালবেলা বেরিয়ে আসার কারণে প্রথমে কফির কাপেই চুমুকটা দিলাম। আহা! যেটুকু সিট লাগছিল কফির চুমুকে সেটুকু নিমিষেই উবে গেল। কফির চুমুক দিতে দিতেই ধোকলা স্বাদ যাওয়ার জন্য অল্প মুখে তুলে নিলাম। একদম সদ্য বানানো সেজন্য স্বাদ এবং ফ্রেশনেস সুন্দর ভাবে বোঝা যাচ্ছিল। ধোকলা এবং কফি দুটো জমিয়ে খাওয়ার পরে হাত বাড়ালাম দই বড়ার দিকে। গাঢ় দই এর মধ্যে হালকা ঝুরিভাজা বড়ার সাথে আরো বাড়িয়ে দিয়েছিল। দই বড়া এতই ভালো লাগলো যে তৎক্ষণাৎ গিয়ে একটা দই সিঙ্গারা নিয়ে এলাম। তবে দইবড়ার সাথে তার তুলনাই হয় না। খেয়ে দেয়ে জমিয়ে বসে ছিলাম। তখনই জানতে পারলাম আর কিছুক্ষণের মধ্যেই দুপুর বেলার ভোগ পাওয়া যাবে। বাড়ি ফিরতে বিকেল হবে তাই ভোগ খেয়ে যাওয়ার ভাবনাটা ঠিক মনে হলো।
সকালের প্রাতরাশ বেশ জমিয়ে করার পরে অনেকটা সময় ফুড কোর্টেই ঝিমোতে থাকলাম। দুপুর হতেই ফের মধ্যাহ্নের ফুড কোর্টের ভিতরে একটা সোর গোল তৈরি হল। আমিও সুযোগ বুঝে গিয়ে মন্দিরের খিচুড়ির প্রসাদের স্লিপ নিয়ে এসে বসলাম। কিছু সময়ের অপেক্ষা তারপরেই খিচুড়ি প্রসাদ দেওয়া হবে বলে ডাক পড়লো। লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে এলাম। সকালে যে পরিমাণে প্রাতরাশ করেছিলাম সে অনুযায়ী খিচুড়ির পরিমাণ একদম সঠিক ছিল। বহু ধরনের সবজি দিয়ে বানানো লম্বা চালের খিচুড়ি। সাথে একটা চাটনির প্যাকেট। খিচুড়ির স্বাদ খুবই ভালো, সেই সাথে চাটনি এক ভিন্ন ধরনের স্বাদ দিচ্ছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS










