মন খারাপের পিজ্জা আর ক্রিপ্টো ধস

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

মনটা একদমই ভালো লাগছিল না। গত পরশুদিন যখন ক্রিপ্টো মার্কেটে যখন ধস নেমেছিল তখন আমি জেগেই ছিলাম। আর জেগে থাকার কারণেই সবকিছু চোখের সামনে হতে দেখলাম। আগে এমনটা কখনোই দেখি নি, আধা ঘন্টা খানেকের ব্যবধানে মার্কেট এভাবে নেমে আসবে, যার পুরোটাই ছিল কল্পনাতীত। রাত্রি তখন তিনটে বাজে। ঘুম কিছুতেই আসছিল না, মনটাও একদম ভালো লাগছিল না। বিনিদ্র রাগ জেগে থাকতেই হবে তাই দুঃখ ভোলাতেই একপ্রকার খাবার অর্ডার করলাম। এত রাতে খোলা বলতে একমাত্র ডমিনোজ। মন ভালো লাগছিল না, সেই সাথে ঘুমটাও আসবে না বুঝতে পারছিলাম। অর্ডার করে ফেললাম মার্কেটের পরিস্থিতি দেখতে দেখতে। STEEM যেভাবে এক লহময় নেমে এসেছে, মনে মনে ভাবছিলাম একটা সময় STEEM কে আমি এক ডলারের উপরেও হতে দেখেছি। সবই এখন অতীত।

1000094688.jpg

কিছুক্ষণ সময় লাগলো পিজ্জা গুলো বাড়ি পৌঁছতে। মার্কেট তখন কিছুটা হলে ওপরে ওঠবার চেষ্টা করছে। যদিও আমি খুব বেশিদিন মার্কেটের সাথে জড়িত নই তবুও এরকম হতে আমি দেখিনি। মার্কেট একেবারে যে পরিমাণে নিচে নেমে এসেছিল সেটা সত্যিই এক ভয়াবহ দৃশ্য। ঝড়ের গতিতে কয়েক বিলিয়ন ডলার মার্কেট থেকে উধাও হয়ে গেল। বসে বসে মার্কেটের পরিস্থিতি দেখতে দেখতেই আমার পিজ্জা চলে এলো। মোবাইল হাতে, চোখ মার্কেটের দিকে তাকিয়ে কোন মতে বিছানা ছেড়ে নিচে গিয়ে পিৎজা নিয়ে এলাম।

1000094687.jpg

1000094686.jpg

আমার অর্ডার একদম গতানুগতিক ছিল। ক্লাসিক পিৎজা যেটা মন ভালো করে দেয়, সাথে ননভেজ লোডেড পিৎজা অর্ডার করেছিলাম। পিজ্জা খেলাম, ছবিও তুললাম কিন্তু মার্কেটের অবস্থা কিছুতেই পরিবর্তন হচ্ছিল। এমনকি এসি চালানো ছিল তবুও ঘামছিলাম। অদ্ভুত ধরনের অনুভূতি। বিগত চার বছরে যেটা কোনদিনই অনুভব করি। সে রাতে ঘুম আসবে না বুঝতেই পেরেছিলাম তাই মার্কেট থেকে কিছুক্ষণ চোখ সরিয়ে একটা সিনেমা ডাউনলোড করে নিলাম। সিনেমা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি সেটা খেয়াল নেই তবে সিনেমা কিছুটা হলেও মনকে অন্যদিকে চালনা করেছে। সেটার জন্যই এক ভয়াবহ রাত কোনক্রমে অতিক্রম করলাম।

1000094685.jpg

1000094681.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

গত পরশুদিন যখন ক্রিপ্টো মার্কেটে যখন ধস নেমেছিল তখন আমি জেগেই ছিলাম।

দাদা আমার হাতে তখন মোবাইল ছিলো এবং চোখের সামনে ক্রিপ্টো মার্কেটের এমন ডাম্প দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আজকেও মার্কেট হিউজ ডাম্প করছে। যাইহোক মার্কেটের ডাম্প দেখতে দেখতে পিজ্জা খেয়েছেন দেখছি হা হা হা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।