নিম্নচাপ যেন পিছু ধরেছে
নমস্কার বন্ধুরা,
কলকাতায় সম্প্রতি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে তখন পরিস্থিতি এমন হাতের বাইরে চলে যায় যে কলকাতা বহু জায়গায় প্রায় হাটু জলে ডুবেছিল। আবহাওয়া দপ্তরের মতে এক রাতে তখন কলকাতায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাড়িতে এসে যেন সেই নিম্নচাপের পিছু ছাড়তে পারলাম না। উত্তরবঙ্গে বিগত তিন দিনে প্রায় ৩০০ মিটার বৃষ্টিপাত হয়ে গেলো। যদিও আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্কবাণী জানিয়ে দিয়েছিল, তবুও এরকম পরিমাণে বৃষ্টি থেকে কেউ সতর্ক হতে পারে? নবমীর সকালবেলাতে কিছুটা বৃষ্টিপাত হয় সেজন্য নবমীর সারাটা দিনই বেশ সুন্দর কাটাতে পেরেছি। নবমীর পুজো পরিক্রমাও দারুন আনন্দের সাথে হয়েছে। দশমীর দিন বিকেল বেলা হঠাৎ ফের বৃষ্টিপাত শুরু। দশমীর মেলাও বৃষ্টিপাতের কারণে ভেস্তে গেল। সেই বৃষ্টি ফের দেখা দিল আকাশ ভাঙা বারিধারায়।
শনিবার নিম্নচাপের জেরে সারাদিনই আকাশ মেঘলা ছিল। দুপুর নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সেজন্য লক্ষ্মী পুজোর বাজারটা বাবা শনিবার হাটে করতেই পারেনি। শনিবার দিনটা যেমন তেমন করে পার হলেও ভোর রাত থেকে ফের বৃষ্টিপাত শুরু হয়। মাঝে বৃষ্টির এবং মেঘের গর্জনে ঘুম ভেঙ্গে যায় এবং উঠে দেখি অনবরত ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। সেই সুবাদে বিদ্যুৎ খানিও পলায়ন করেছেন। আওয়াজ শুনে দারুন ঘুমিয়েছি। রবিবার দিন এক জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করে দিই। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু আকাশ মেঘলা গেছে।
বিকেল বেলায় ইচ্ছে হলো বাড়ির কাছে পিঠের খাড়ির জল দেখে আসি। মনে হচ্ছিল বেশ ভালোই জমবে। যা ভেবেছিলাম তাই হলো, খাড়িতে যদি আগের মত বাঁধ থাকতো তাহলে আমি এক প্রকার নিশ্চিত খাড়িতে বন্যা দেখতে পেতাম। দুই দিকের থেকে জল মিশে হু হু করে বয়ে চলেছে আঁকাবাঁকা পথ ধরে। আর জলের কি বেগ। ঘন্টা দুয়েক বৃষ্টি হলে বন্যার দেখা পেয়েও যেতাম হয়তো। সবের মধ্যে একটাই পজিটিভ বিষয় তা হলো সবুজ মাঠ ঘাট।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






