গোধূলির রবীন্দ্র সরোবর
নমস্কার বন্ধুরা,
গতকাল বিকেলে হঠাৎ কিছুটা সময় ফাঁকা পেলাম। কাজের চাপের মাঝখানে এমন অবসর খুব পাই না, তাই সময়টাকে নষ্ট না করে বেরিয়ে পড়লাম রবীন্দ্র সরোবরের দিকে। কলকাতায় শীত প্রায় শেষের পথে, বাতাসে হালকা ঠান্ডা থাকলেও সেই কাঁপুনি ধরানো শীত আর নেই। তবু বিকেলের বাতাসে এক ধরনের নরম আরাম আছে। যদিও রবীন্দ্র সরোবর বেশিদিন আগে যাইনি, তবে যেকবার গেছি আমার বেশ ভালো লেগেছে। এখানে এলে মনে হয় কলকাতার দূষণ ও কোলাহল থেকে একটু দূরে সরে আসতে পেরেছি। বিকেল গড়াতে না গড়াতেই সরোবরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। বাচ্চা কাচ্চাদের হাসি চিৎকার, দৌড়ঝাঁপ সব মিলিয়ে জায়গাটাকে প্রাণবন্ত করে তোলে। সেই সাথে যুগলদের উপস্থিতিও প্রচুর। কেউ বেঞ্চিতে পাশাপাশি বসে নিঃশব্দে কথা বলছে, কেউ বা হেঁটে হেঁটে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। অনেক বন্ধু বান্ধবের দল বিকেল হলেই ভিড় বাড়ায়।
সময় পেয়ে কজন কাজের বন্ধুরা মিলে গিয়েছিলাম। তাই ঘোরাঘুরির পাশাপাশি কাজের কথাও চলছিল। নানা প্রসঙ্গ, সবার ভবিষ্যৎ পরিকল্পনা, মাঝেমধ্যে হালকা হাসি ঠাট্টা, সব মিলিয়ে সময়টা বেশ দ্রুত কেটে যাচ্ছিল। কথার মাঝেও বারবার চারপাশের পরিবেশের দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিলাম। তবে রবীন্দ্র সরোবরের জল তখন অশান্ত হয়ে আছে। ভারতের মহিলা রোয়ার দল সরোবরে রো করছে। তবে কোলাহল থেকে এক টুকরো ছায়ায় এসে অদ্ভুত ধরনের প্রশান্তি হয়, সেটা অনেক বেশি করে অনুভব করছিলাম। সূর্য তখন অস্ত গিয়েছে। দিনের আলো মিলিয়ে গিয়ে সন্ধ্যার আগমনী হচ্ছে। পশ্চিম আকাশে গোধূলির হালকা আভা ছড়িয়ে আছে, কমলা আর হালকা ছাইয়ের মিশ্রণ রঙ।
ইচ্ছে করছিল আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। মনে হচ্ছিল, এই মুহূর্তটা ধরে রাখতে পারলে খুবই ভালো হতো। শহরের ব্যস্ত জীবনে নিঃশব্দ, শান্ত মুহূর্ত বড়ই দুর্লভ, সেখানে কলকাতার বুকে দাঁড়িয়ে এমন দৃশ্য সত্যিই মনে গেঁথে থাকে। সরবরের ঠিক মাঝে ছোট্ট একটা দ্বীপ আছে সেটা বর্ষার সময় ছিল সবুজে ঘেরা। সেই সবুজ এখন শীতের নিজেদের পাতা ঝরিয়ে সম্পূর্ণরূপেই পাতাহীনভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে তাতেই বাসা বেধে আছে অসংখ্য পরিযায়ী পাখি।
পুরোপুরি সন্ধ্যা আমার আগেই রবীন্দ্র সরোবর থেকে বেরিয়ে পড়েছিলাম। সরোবর থেকে ফেরার সময় দারুন তৃপ্তি কাজ করছিল। পরিকল্পনা করে কোথাও ঘুরতে যাইনি, অথচ এই ছোট্ট শান্ত বিকেল টাই এক সুন্দর অনুভূতি মনে প্রলেপ করে দিয়েছে। তারপর ছিল বাড়ি ফেরার পালা ফের ভিড়ের শহরের মিশে যেতে হবে। তবে আবার কখনো সময় হলে ফিরে আসবো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







