কিউট পেন্গুইন এর কালারফুল আর্ট।। অরিজিনাল আর্ট ওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা প্রাণীকে কেন্দ্র করে। এখানে এই প্রাণীটা আমি বেছে নিয়েছিলাম পেন্গুইনকে। পেন্গুইন আসলে কিন্তু একটা কিউট অ্যানিম্যাল। আর তাকে যদি আর্ট এর মাধ্যমে আরো বেশি কিউট তৈরী করা যায়, তাহলে দেখতে দারুণ লাগে। আমিও এখানে সেই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রথমে ভেবেছিলাম একে ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে রূপান্তরিত করবো।

কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে চিন্তা করলাম। ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে করলেও দারুণ লাগতো। তবে এই পেন্গুইন আর্টকে একটু উইন্টার ভাইবে দেওয়ার চিন্তা করেছিলাম। যদি একে ক্রিসমাস সাজে সাজাতাম, তাহলেও দারুণ দেখাতো। যাইহোক, এটাকে আমি শীতের একটা ভাইবে রূপ দিয়েছি। সব শেষে দেখতেও ভালো লাগছে আর্টটি । যাইহোক, এখন আর্টটি কিভাবে তৈরী করলাম সেই ধাপগুলোর দিকে চলে যাব।

1000063173.jpg

💠উপকরণ:💠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000063164.jpg
⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পেন্গুইন এর চিত্র সম্পূর্ণ এঁকে নিয়েছিলাম। এরপর পেন্গুইন এর মাথায় শীতের একটা টুপি এঁকে দিয়েছিলাম এবং গলায় মাফলার তৈরী করে দিয়েছিলাম।
1000063170.jpg
⏩️দ্বিতীয় ধাপে- সম্পূর্ণ অঙ্কন এর পরে কালার পেন দিয়ে গাঢ় করে দিয়েছিলাম এবং সূর্যের আর মেঘের একটা দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
1000063167.jpg
⏩️তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে আকাশের দৃশ্য এবং সূর্যে কালার করে দিয়েছিলাম।
1000063176.jpg
⏩️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে পেন্গুইনটিকে সম্পূর্ণ ভাবে বিভিন্ন কালার এর মাধ্যমে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

This is such an adorable and lively piece! The way you blended the colors makes the penguins look so cheerful and unique. I can feel the joy and creativity behind your brushstrokes. It’s refreshing to see such a fun and original artwork. Keep inspiring us with your art!