হাঁসের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরী করেছি। এই ম্যান্ডেলা আর্ট একটি প্রাণীর সমন্বয়ে তৈরী করেছি। প্রাণীর সমন্বয়ে তৈরী ম্যান্ডেলা আর্টগুলো দেখতে অসাধারণ লাগে। অনেকদিন ধরে কোনো প্রাণীর ম্যান্ডেলা আর্ট তৈরী করা হয় না, তাই এই তারিখ ভাবলাম যেকোনো একটা প্রাণীর ম্যান্ডেলা আর্ট তৈরী করব। যেহেতু আগে কিছু প্রাণীর কমন ম্যান্ডেলা আর্ট তৈরী করা হয়েছে, তাই এইবার কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম একটা হাঁসের মাধ্যমে তৈরী করি। তবে এই হাঁসের ম্যান্ডেলাটা হবে একটা কিউট এবং কিছুটা কার্টুন স্টাইলে।
কার্টুন স্টাইলে যেকোনো কিছু তৈরী করলে দেখতেও একটা সৌন্দর্যপূর্ণ লাগে। এই ধরণের টপিক এর আর্টগুলো সাধারণত যেকোনো ভাবেই তৈরী করলে দারুণ লাগে, তবে সবথেকে আমার মনে হয় এই স্টাইলে করলে কিছুটা মাধুর্য আর সৌন্দর্যের দিক থেকে পরিপূর্ণ লাগে। আর হাঁসের মাথায় একটা ক্যাপ এঁকে দিয়েছিলাম ইচ্ছা করে। তবে এটাতেই যেনো আরো বেশি ফুটেছে বিষয়টা। যাইহোক, অঙ্কনটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
![]() |
---|
☀উপকরণ:☀
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
কালার পেন |
রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
---|
➤প্রথম ধাপে- একটা হাঁসের দৃশ্য পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপরে মাথায় একটা ক্যাপ এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে হাঁসের সম্পূর্ণ বডি থেকে শুরু করে গলা পর্যন্ত ম্যান্ডেলা তৈরী করে নিয়েছিলাম। এরপর মাথায় যে টুপিটা এঁকেছিলাম তাতে ম্যান্ডেলা আর্ট করে দিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ ম্যান্ডেলা তৈরী করে নেওয়ার পরে মার্কার পেন এর কালী দিয়ে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- ম্যান্ডেলা ডিজাইনগুলোতে বিভিন্ন কালার পেন এর মাধ্যমে কালার করে দিয়েছিলাম। এরপর হাঁসের গলা আর ঠোঁটে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow @winkles, this duck mandala is absolutely delightful! The combination of the intricate mandala patterns with the cute, cartoon-style duck is so unique and charming. I especially love the little cap you added – it gives the artwork such a playful touch!
The step-by-step breakdown of your process is fantastic. It's so helpful to see how you build up the design from the initial sketch to the final colorful details. This is truly inspiring and makes me want to try creating my own animal mandala.
Thanks for sharing your creative process and this beautiful piece of art with us. Keep up the amazing work! What animal are you thinking of doing next? I'm excited to see what you come up with!
চমৎকার এক মান্ডেলা আর্ট বানিয়েছেন দাদা
হাঁসের মধ্যে চমৎকারভাবে একদম নিখুঁত আকৃতিতে হাঁসের ম্যান্ডেলা আর্ট বানিয়েছেন। দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সাথে এরকম দুর্দান্ত একটি আর্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দাদা।
হাঁসের কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি জাস্ট অসাধারণ হয়েছে দাদা। এমন একটি আর্ট আমিও অনেক দিন আগে শেয়ার করেছিলাম। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা ডিজাইন গুলো আমার কাছে করতে এবং দেখতে দুটোই ভালো লাগে। চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কালারফুল হওয়ার দেখতে আরো আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
হাঁসটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আর আপনার আর্ট এর দক্ষতা তো সত্যিই অসাধারণ। হাঁসের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন অনেক সুন্দর হয়েছে দাদা।
আপনার আর্ট মানেই অসাধারণ কিছু।আর এই হাঁসের ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর ও কিউট দেখতে লাগছে ।এতটা নিখুঁতভাবে ফুটে উঠেছে যে হাঁসের চোখ বাস্তবের মতোই মনে হচ্ছে আর মাথায় টুপিটা দেখে কার্টুন ভিডিও এর কথা মনে পড়ছে।বেশ ভালো লাগলো, ধন্যবাদ দাদা।