বিশ্বকাপের ফাইনালে ভারত!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য একটা স্পেশ্যাল দিন এবং মুহূর্ত ছিল। তবে এটা মেন ক্রিকেট টিম না, ওমেন ক্রিকেট টিমের। যারা ক্রিকেট খেলা দেখে থাকেন, তারা অবশ্যই জানবেন, গতকাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলা ছিল। এইবার অনেকে ছেলেদের খেলা দেখে বলে মেয়েদের খেলা দেখে না। ক্রিকেটটা আসলে উপভোগ করার বিষয়, সেটা ছেলেদের হোক বা মেয়েদের হোক। বিশেষ করে বিশ্বকাপের ম্যাচে। ইন্ডিয়া বেশ কঠিন কঠিন টিমের সাথে অনেক স্ট্রাগল করে সেমিফাইনালে এসেছে এবং গতকাল ক্রিকেটের ইতিহাসের সব থেকে একটা বড়ো ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া মানেই একটা বিশাল বড়ো ম্যাচ।
বর্তমান ক্রিকেট ইতিহাসে ছেলেদের হোক বা মেয়েদের দিক থেকে হোক, অস্ট্রেলিয়া সব দিক থেকে হার্ড একটা টিম। অস্ট্রেলিয়ার বোলিং এবং ফিল্ডিং খুবই হার্ড। তবে অস্ট্রেলিয়া গতকাল টসে জিতে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে। এই পিচে পরে ব্যাটিং সুবিধা, আর আমাদের ইন্ডিয়া পুরুষ হোক বা মেয়ে হোক, তারা চেজ খুব ভালো পছন্দ করে থাকে, সে যত বড়ো রান হোক না কেন। তো গতকাল মুম্বাইয়ের মাঠে টস অস্ট্রেলিয়া জিতে যায়, কিন্তু তারা আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর সত্যি বলতে এতে ইন্ডিয়া টিমও খুশি হয়েছে আর আমাদের মতো দর্শকরাও খুশি হয়েছে, কারণ ইন্ডিয়াকে আগে ব্যাটিং করতে পাঠালে রান করতো ঠিকই, কিন্তু বোলিং আর ফিল্ডিংয়ে গিয়ে মার খেয়ে যেতো।
যাইহোক, অস্ট্রেলিয়া তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে ব্যাটিং করতে নামে এবং শুরুটা মোটামুটি করেছিল। তবে ইন্ডিয়া বোলিং এফোর্টটাও বেশ ভালো দিয়ে রেখেছিলো। ঠাকুর বেশ ভালো লেন্থ এর বল করছিলো। কিন্তু অস্ট্রেলিয়ার একজনকে আউট করতে পারলেও, দ্বিতীয় ওপেনার এর ক্যাচটা মিস করে দিলো, একদম ইজি ক্যাচ ছিল। এছাড়া পরে ফিল্ডিংও মিস করেছে। তবে যে ব্যাটসম্যানের ক্যাচ মিস করেছিল, সেই একাই রান রেট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ভেবেছিলাম যে, এই ব্যাটসম্যান যদি এইবার সেঞ্চুরি করে ছাড়ে, তাহলে রান ৩০০ এর উপরে চলে যাবে। ঠিক তাই হলো, একবার জীবনদান পেলে, তাও আবার অস্ট্রেলিয়ার মতো প্লেয়ার।
তবে সব মিলিয়ে অস্ট্রেলিয়া ৩৩৮ রান করেই ছেড়েছিলো, অনেকটা রান একপ্রকার বলতে গেলে। ইন্ডিয়ার জন্য একটু হার্ড ছিল অবশ্যই, কারণ এতো বড়ো রান চেজের ক্ষেত্রে, বিশ্বকাপের মতো ম্যাচে অনেক সময় নার্ভাসনেস কাজ করে। তবে ইন্ডিয়া শুরুটা বেশ শক্ত ভাবেই করেছিল। তবে মান্ধানা এর আউটটা আনএক্সপেক্টেড ছিল, কারণ সম্পূর্ণ দেখা যাচ্ছিলো ওয়াইড বল। আম্পায়ারও ওয়াইড কল করে দিয়েছিলো। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট কিপার কি মনে করে যেন রিভিউ নিতে বললো। আর রিভিউতে হালকা টাস হয়েছে দেখা যাচ্ছে। এখানে যদিও কিছু করার থাকে না। তাও যাইহোক, জেমিমা আর ক্যাপ্টেন ভালো একটা পার্টনারশীপ তৈরি করেছিল।
ক্যাপ্টেন ৮৯ রানে আউট হয়ে গেলেও জেমিমা তার পজিশন ধরে রেখেছিলো। অস্ট্রেলিয়া খুব হার্ড ফিল্ডিং করেছে গতকাল, তার মধ্যে দিয়েই বাউন্ডারি কভার করেছে ইন্ডিয়া। ভালো ব্যাটিং করেছিল সবাই। তবে শেষ পর্যন্ত জেমিমা টিকে ছিল বলে সম্ভব হয়েছে, সেঞ্চুরি করার পরেও কোনো আনন্দ উল্লাস করিনি, কারণ টার্গেট ছিল শেষ অব্দি খেলে যাওয়া এবং ফাইনালে পৌঁছানো। গতকাল সবাই আসলে মাঠেই কেঁদে ফেলেছিলো আবেগে। এটা আসলে অনেক কষ্টের ফল পেয়েছে। যাইহোক, ফাইনালে সাউথ আফ্রিকার সাথে একটা আশা করা যায়, বড়ো লড়াই হবে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






খেলা মানেই আনন্দের ও উপভোগ্য বিষয়।আর ভারতের ছেলে ও মেয়েরা সবকিছুতেই পারদর্শী এবং এগিয়ে।ফাইনাল ম্যাচ বেশ জমজমাট হবে আশা করা যায় ভারতের জন্য।ধন্যবাদ দাদা।