ক্যাপসিকাম এর কালারফুল চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি করেছিলাম একটি সাধারণ বিষয়ের উপরে। আসলে কি আর্ট করবো সেটা সহজে মাথায় আনতে পারছিলাম না। কারণ ম্যান্ডেলা বা অন্য যেকোনো বড়ো আর্ট করতে গেলে সময়ের প্রয়োজন, তাই কম সময়ে ভাবছিলাম কি আর্ট তৈরি করা যায়। তো আসলে আমি আগেও বলেছিলাম যে আমার সামনে হঠাৎ করে যা কিছু নজরে বেধে যায়, সেটা দিয়েই আর্ট তৈরি করার চেষ্টা করি। তো আসলে আমার সামনে এই ক্যাপসিকাম এর বিষয়টা নজরে আসলো, তাই এটাকে আর্ট এর মাধ্যমে কিছুটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলাম। এখানে ভিন্ন ভিন্ন কয়েকটি কালারের ক্যাপসিকাম তৈরি করার চেষ্টা করেছি। এখানে ক্যাপসিকাম এর মধ্যে কিছুটা কাটা অংশের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি ক্যাপসিকাম যেমনটা দেখতে হয়, সেইরকমই অরিজিনাল রূপ দেওয়ার চেষ্টা করেছি। যাইহোক, এখন অঙ্কনটার মূল বিষয়ের দিকে চলে যাবো।

❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো----

❖প্রথম ধাপে- তিনটি ক্যাপসিকাম এর দৃশ্য স্কেচ পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। এরপর এই তিনটির মধ্যে একটি ক্যাপসিকাম অর্ধেক কাটা অবস্থায় আছে, সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছিলাম।

❖দ্বিতীয় ধাপে- সরাসরি কালার পেনের কালী দিয়ে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে দুটি ক্যাপসিকামে ভিন্ন ভিন্ন কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- বাকি যে ক্যাপসিকাম এর অর্ধেক অঙ্কন করা ছিল, সেটাতে লাল কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। আর এখানেই অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 months ago 

সকালবেলা ক্যাপসিকাম এর কালারফুল চিত্রাঙ্কনটি দেখে মনটাই ভালো হয়ে গেলো দাদা।আপনি বরাবর সুন্দর আর্ট করে থাকেন।তাই এই বিষয়ে কিছুই বলার নেই।এভাবে প্রতিনিয়ত চমৎকার চমৎকার আর্ট শেয়ার করবেন এমনটাই আশা করছি।ধন্যবাদ জানাচ্ছি।

How to become a verified member on this community?

 2 months ago 

ওয়াও! বরাবরের মতো এবারও চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন দাদা। আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে। হঠাৎ করে তাকালে মনে হয় যেনো সত্যিকারের ক্যাপসিকাম। সত্যিই আপনার আর্ট করার দক্ষতা অসাধারণ। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Seeing your colorful capsicum artwork brightened my day instantly. The smooth transition of colors and careful attention to highlights show clear dedication and passion. You transformed a simple vegetable into something captivating and artistic. This post deserves appreciation for its creativity, excellent work.