অন্তিম সীমানা ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000066091.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "অন্তিম সীমানা" গল্পটির পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সেই যুবকটি বলেছিলো 'যতক্ষণ না আমার অসমাপ্ত কথা প্রকাশ পাবে, ততক্ষণ কেউ মুক্তি পাবে না এই মৃত্যুর বেড়াজাল থেকে। যুবকের মৃত্যুর কথা শুনে লোকটি শিহরিত হয়ে উঠলো। প্রথম থেকেই একটা আতঙ্কের মধ্যে আছে, তারপর মৃত ব্যক্তির সাথে চলা আরো দুষ্কর। মন না চাইলেও মনের মধ্যে একটা অদ্ভূত ধরণের ভয় কাজ করে। যাইহোক, তারপরেও লোকটি মনের ভেতর একটু সাহস উৎপন্ন করে যুবককে জিজ্ঞাসা করলো- আমাকে কি করতে হবে বলো?

যুবকটি বললো- উপরের ঘরে একটা গোপন ডায়েরি আছে, সেটা আমি ছাড়া আর কেউ জানে না তাতে কি রহস্য আছে। আর ওটাই হলো মুক্তির একমাত্র চাবিকাঠি। কিন্তু যাওয়ার সময় খুব সাবধান, কারণ ওখানে একজন প্রহরী আছে, সে খুবই বিচক্ষন এবং ভয়ংকর। কোনোভাবেই একবার টের পেয়ে গেলে তোমাকে আর আসতে দেবে না। দূরে হঠাৎ করে লালচে একধরণের আলোর মতো দেখা গেলো এবং সেখানে কিছু পদচিহ্ন দেখতে পায় আর আবারো সেই একই রকমের চেনের শব্দ, যেনো কেউ চেন টানছে। এরপর ভয়ংকর একটা গর্জন এর শব্দ শুনতে পায়। যেটা আরো বেশি ভয় পাওয়ার মতো।

যুবকটি লোকটিকে চিৎকার করে সতর্ক করতে থাকে- দ্রুত ওখান থেকে পালাও, ওরা তোমার দিকেই আসছে। তারা দুইজন এরপর ছুটে সেখান থেকে সুড়ঙ্গ পথ ধরে সামনের দিকে যেতে লাগে, কিন্তু তাদের মনে হলো ভারী কিছু সুড়ঙ্গ পথে তাদের দিকে ধেয়ে আসছে। চোখ থেকে যেনো আগুনের মতো ফুলকি বের হচ্ছে। এরপর বাইরে হঠাৎ বজ্রপাত এর মতো একটা শব্দ হলো অর্থাৎ একপ্রকার বিস্ফোরণ হলে যেমন শব্দ হয়। এদিকে তার যে বন্ধুটা ওখান থেকে পালিয়েছিলো, সে গ্রামের লোকদের নিয়ে খুঁজতে খুঁজতে একটা অদ্ভূত বিষয় অনুভব করলো অর্থাৎ ভেতরের সেই বন্ধুর কাছে ২০ মিনিট আগে ফোন করলেও লগ দেখাচ্ছে আর সেখানে একটা মেসেজ এর মতো লেখা 'অন্তিম সীমানায় পৌঁছানো হয়েছে'।

এরপর বাইরে দাঁড়িয়ে সেই বন্ধু মনে মনে ফিসফিস করে বললো- ও বেঁচে আছে এখনো, আমিই ওকে উদ্ধার করবো। যাইহোক, এদিকে যুবকটি আর ওই লোকটা সুড়ঙ্গ এর পথ ধরে একদম শেষ মাথার দিকে এসে পৌঁছালো আর তারা একটা লোহার তৈরী দরজা দেখতে পেলো। সেই দরজায় লেখা আছে- 'অন্তিম সীমানা'। যুবকটি তাকে বললো- এই দরজা খুললেই তোমার সুযোগ আছে। তবে একটা বিষয় মনে রেখো, এখান থেকে ফিরতে চাইলে অবশ্যই সত্যকে বহন করেই যেতে হবে। লোকটা দরজায় ধাক্কা দিলে খুলে যায় প্রবেশদ্বার এবং ভেতরে আলো ছড়িয়ে পড়লো অদ্ভূতভাবে ।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png