সিরিজ লঙ্কান শিবিরে!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল শ্রীলঙ্কা আর জীম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ একপ্রকার বেশ ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে আগে বোলিং বেছে নেয়। আসলে এখানে একটা কারণ আছে, বিগত ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী ভালোই বুঝতে পেরেছে। গত ম্যাচে প্রায় হেরে যাচ্ছিল। এই ম্যাচও হারারে মাঠে হয়েছে। এখানে ভালোভাবে বুদ্ধি খাটিয়ে ব্যাটিং করলে অনেক রান তৈরী করা যায়।
এই পিচে ৪০০ এর উপরে রানের রেকর্ড আছে। তো যাইহোক, এখানে শ্রীলঙ্কা টস জিতে জীম্বাবুয়েকে ব্যাটিং করতে পাঠায়। গতদিন এর হার থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে শুরুটা করেছিলো বেশ। তারা ওপেন জুটিতে বেশ ভালোই শুরু করেছিলো। ওপেনার একজন ভালোই মেরে খেলছিলো। তবে বলে তেমন পেচ বা লেন্থ ছিল না। সেই হিসেবে অন্যজন এর এখানে একটা টার্গেট নিয়ে খেলা উচিত ছিল। কারণ অন্যজন যখন মেরে খেলছিলো, তখন আরেকজন ডিফেন্স খেলে যাচ্ছিল, যেটা অনেকটা ভালো একটা দিক।
তবে ৭৯ রানের মাধ্যমে টোটাল দুইজনের ১০০ এর মতো ভালো একটা পার্টনারশিপ গঠন করেছিলো। কিন্তু এখানে আরেকজন এর একটু বুঝে খেলা উচিত ছিল, উল্টাপাল্টা মারতে গিয়ে পুরো বোল্ড আউট হয়ে গিয়েছে। তাও আগে হোক বা পরে হোক, রান বেশ দুইজনের টোটাল ভালো হয়েছে। পরপর দুইজনের আবার একটু খারাপ গেছে, পরের দুইজন মিলে টোটাল মাত্র ৪০ রান করেছে। এই দুজনেই ভালো বড়ো মানের ব্যাটসম্যান, একবার দাঁড়িয়ে গেলেই আউট করা মুশকিল, বিশেষ করে টেইলর। আগের ম্যাচও তেমন ভালো ব্যাট করতে পারেনি, এই ম্যাচেও একই রকম পারফরম্যান্স।
এদের সিকান্দার রাজা মোটামুটি বেশ ভালোই খেলছে বর্তমানে। এই ম্যাচে এদের কয়েকজন বেশ ভালো ব্যাটিং করেছে, ফলে প্রায় ৩০০ রানের কাছাকাছি ভালো রান করেছে। তবে শ্রীলঙ্কা ফিল্ডিং খারাপ করিনি, এদের বেশি বোল্ড আউট করতে সক্ষম হয়েছে। একটা বোল্ড আউট করতে পারলে অনেক পয়েন্ট আলাদা করে বোলারদের থাকে। এদের মধুশন্কা একজন বেস্ট বোলার, মালেন্গার মতো বোলিং করে একদম। তো যাইহোক, এই রান ভালো হলেও আসলে এই পিচে এই রানের উপরে ভরসা করা যায় না। আর আগের ম্যাচে এই সেম পিচে শ্রীলঙ্কা এর থেকেও বেশি রান করে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে রেখেছে।
এই রান চেজ করতে নেমে শ্রীলঙ্কা তাণ্ডব শুরু করেছিলো যেনো, ওপেন থেকে নিশান্কা একাই তাণ্ডব চালিয়েছে। কিন্তু এর মাঝে আবার পরপর ৩ জন পড়ে গিয়েছে, কিন্তু তারপরও রানের তেমন ঘাটতি পড়িনি। কারণ নিশান্কা একাই একাধারে মেরে গিয়েছে। তবে পরে এর সাথে আসালনকাও সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে। ৭১ রানের দুর্দান্ত একটা ব্যাটিং। রান তো বলতে গেলে এই দুজনেই তুলে দিয়েছে, ২০০ রানের মতো তুলে দিয়েছে। আর বাকি খুচরো রান কয়েকজন এর জোড়া তালি দিয়ে দ্রুত উঠে গিয়েছে। জীম্বাবুয়ে এই রান আটকাতে পারতো, কিন্তু বোলিং এর থেকে ফিল্ডিং এর অবস্থা খারাপ। মোটামুটি উভয় পক্ষের থেকে ভালো একটা ব্যাটিং দেখা গিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যালো @winkles!
What a thrilling recap of the Sri Lanka vs. Zimbabwe ODI match! Your detailed breakdown, especially highlighting Nissanka's explosive innings and Asalanka's contribution, makes it easy to feel the excitement of the game. It's great how you pointed out the strategic decisions, like Sri Lanka choosing to bowl first, and also critiqued the fielding efforts of both teams.
The inclusion of the image generated by OpenAI is a nice touch!
For those who haven't followed the match, @winkles provides a perfect summary. What were your thoughts on the match? Did anyone predict Nissanka's performance? Share your opinions and insights below! Let's discuss!