আবু ধাবির থ্রিলার বোলিং-ফিল্ডিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্টারন্যাশনাল লীগ ম্যাচের এলিমিনেটর ম্যাচ খেলা হয়েছে। দেখতে দেখতে এই লীগের ম্যাচ প্রায় শেষের পথে। আর ফাইনাল ম্যাচটা বাকি আছে। তবে ম্যাচটা খুবই কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়ে হয়েছে। আর বিশেষ করে এই ম্যাচটা গুরুত্বপূর্ন ছিল, কারণ যারা প্রথম ম্যাচে হেরেছে, তাদের এই ম্যাচটা শেষ সুযোগ ছিল। প্রথম ম্যাচের এই একটা সুবিধা, হারলেও দ্বিতীয় একটা সুযোগ থেকে যায়। এই ম্যাচটা দুবাই এর পিচে খেলা হয়েছে। আর এই পিচে মাঝে মাঝে রান করা খুবই হার্ড হয়ে যায়।
আবু ঢাবি নাইট রাইডার্স প্রথমেই টস জিতে পজিশন অনুযায়ী অর্থাৎ পিচের ধরণ অনুযায়ী ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কারণ এই পিচে যদি মোটামুটি একটা রান করা যায়, তাহলে কিন্তু একটু ভালো ফিল্ডিং যদি বল এর সাথে সাথে করা যায়, তাহলে আটকে দেওয়া যায়। এইরকম আসলে অনেকবার হয়েছে, সেটার অভিজ্ঞতা থেকে বললাম বিষয়টা। তবে আবু ঢাবি ব্যাটিং করতে আসলেও কিন্তু বেশ চাপের মুখে ছিল। প্রথম ৬ ওভারে তো বিশেষ কিছু রান করতে পারেনি টি২০ ফরম্যাট অনুযায়ী। কিন্তু উইকেট পড়িনি, এটাও একটা প্লাস পয়েন্ট ছিল। তবে রানটা ৭-৮ ওভার এর পরের থেকে ভালোই উঠেছিলো এই দুইজনের ব্যাটিং থেকে।
বেশ ভাল একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। বল হার্ড হতে লাগলেও কিন্তু আসলে যদি উইকেট টিকিয়ে রেখে খেলা যায়, তখন বল বুঝে গেলে রান করা ইজি হয়ে যায়। ওপেনে দুইজন মিলিয়ে মোটামুটি ১০০+ রান করে দিয়েছিলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল টিমের জন্য। কারণ বোলিং হিসেবে আবু ঢাবি এর বাকি যেসব ব্যাটসম্যান ছিল, তারা সবাই মোটামুটি বলতে গেলে কোনো রান করতে পারেনি। তবে হিসেবে যদি এই দুইজন না খেলত, তাহলে মনে হয় ১০০ হওয়াও খুবই কঠিন ছিল। মোটে ১৫৮ রানের টার্গেট দিয়েছিলো, তবে এই পিচে এই রান ২০০ এর সমান।
আর দুবাই ক্যাপিটালস আরো ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে। মানে ওদের থেকেও হার্ড বোলিং+ ফিল্ডিং। যেনো ফাইনাল ম্যাচ হচ্ছে। ২-৩ ওভার পরের থেকে উইকেট পড়া শুরু। রান করা তো দূরের কথা, ব্যাটে হিট করতেই পারছে না ঠিকভাবে। ১০ ওভারে রান ছিল যতদূর সম্ভব ৫০-৬০। তবে উইকেট এইভাবে না ঝরে গেলে কিন্তু রান যাইহোক যতোটুকু উঠেছিলো, তাতে টেনেটুনে উঠে যেতো। যাইহোক, রান আর শেষ পর্যন্ত হয়নি, ১০০ করতে করতে সব উইকেট পড়ে যায়। তবে ১৬ ওভারে এই রান হয়েছিলো অর্থাৎ বাকি ওভারে রান উঠে যেতো উইকেট থাকলে আর একজন সেট ব্যাটার। তবে খেলাটা খুবই ভালো উপভোগ করা গিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





