বিড়ালের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে আর্ট বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। তবে এই ম্যান্ডেলা আর্টটি কোন বিষয়ের উপরে করবো এটা ভেবে পাচ্ছিলাম না হুট করে। আমি যখন এই ম্যান্ডেলা আর্ট করতে বসে পড়ি, তখন কোন টপিক এর উপরে করবো, সাথে সাথে বুঝে উঠতে পারিনা। মাঝে মাঝে আনকমন কিছু চলে আসে মাথার মধ্যে, যদিও আমি প্রাণীর বিষয়ে করবো এটা ভাবিনি। আমার এমনিতেও এই পর্যন্ত যতো ম্যান্ডেলা আর্ট আছে, তার বেশিরভাগই প্রাণীদের নিয়ে তৈরী করা। প্রাণীদের নিয়ে যেকোনো আর্ট করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে মনের মধ্যে।
তাই এই ম্যান্ডেলা আর্ট করার সময়ও আমার মাথায় হুট করে এই বিড়ালের ম্যান্ডেলা আর্ট করার ভাবনা আসলো। তবে এটা আনকমন না ঠিকই, কিন্তু এটাতে ম্যান্ডেলা ডিজাইন দেওয়ার কারণে দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। এটাতে আবার যদি কালার দিতাম, তাহলে এতটা ভালো লাগতো না। কারণ এই ক্যাটাগরির আর্টে তেমন কোনো কালার করার মতো বিশেষত নেই। যাইহোক, সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন এর মাধ্যমে দেখতে অসাধারণ লাগছিল বিষয়টা সম্পূর্ণ তৈরী করার পরে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
![]() |
|---|
✠উপকরণ:✠
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
|---|
➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে বিড়ালের মুখমন্ডল এঁকে নিয়েছিলাম। এরপর বাদবাকি যেসব আঁকার তাতে এঁকে নিয়েছিলাম।
![]() |
|---|
➤দ্বিতীয় ধাপে- বডি শেপ অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে পা আর লেজের দিকে অঙ্কন করে নিয়ে পুরো একটি বিড়ালের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
|---|
➤তৃতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে গোটা বিড়ালের দৃশ্যে বিভিন্ন ধরণের ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম, এই ম্যান্ডেলা ডিজাইনে একটু আগের থেকে কিছু নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি।
![]() |
|---|
➤চতুর্থ ধাপে- ব্ল্যাক কালার পেন দিয়ে পুরো ম্যান্ডেলা ডিজাইনে কালার করে ফুটিয়ে তুলেছিলাম এবং অঙ্কনটিকে এখানে সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |










ওয়াও ,কি চমৎকার দেখতে একটি বিড়ালের ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। এরকম আর্ট গুলি তৈরি করতে একটু সময় বেশি লাগে কিন্তু ফাইনাল আউটপুট দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা বিড়ালের সাদা কালো মান্ডেলা আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
সাদা কালো বিড়ালের আর্ট খুবই দুর্দান্ত হয়েছে দাদা। দেখতে যেমন চমৎকার লাগছে তেমনি ছবি আকর্ষণীয় হয়েছে। নতুন ধরনের একটি আর্ট সবার মাঝে উপস্থাপন করেছেন দাদা।
দারুন হয়েছে বিড়ালে সাদা কালো ম্যান্ডালা। সাদা কালো আর্ট গুলো দেখতে বেশ ভাল লাগে। অন্য রকম এক সৌন্দর্য আছে সাদা কালো আর্টগুলোতে। তাই দেখতে বেশ সুন্দর লাগে।
ম্যান্ডেলা ডিজাইন বরাবরই আমার কাছে ভালো লাগে।আপনার আঁকা বিড়ালের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে দাদা বরাবরের মতোই।ধন্যবাদ আপনাকে।