দুই দিনের আশ্চর্যজনক টেস্ট ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এর মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হয়েছে। আসলে সত্যি বলতে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এর টেস্ট সিরিজগুলো খুব অদ্ভূত ধরণের হচ্ছে। এটা খারাপ কিছু না, বরং খুবই প্রতিযোগিতা সম্পন্ন ম্যাচ খেলা হচ্ছে। এইরকম একটা ম্যাচ প্রথম কি দ্বিতীয় একটি ম্যাচে একই খেলা হয়েছিলো। যদিও এখানে কিছুটা পিচ ইফেক্ট এর সমস্যা তো আছেই। তা নাহলে টেস্ট এর মতো সিরিজ এত লো স্কোর আর কম দিনে শেষ হয় না।
যাইহোক, এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। এটা অধিনায়করা সবসময় পিচ এর বিষয়ের উপর ডিফেন্ড করেই নিয়ে থাকে। তো হিসেবে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করতে নামে, কিন্তু তাদের অবস্থা খুবই দুর্দশা সম্পন্ন একপ্রকার। প্রথমেই যে এইরকম পরিস্থিতির শিকার হবে, সেটা তারা নিজেরাও ভাবতে পারেনি। তাদের এক জোশ নামের বোলার একদম তাদের প্ল্যান ভেস্তে দেয়। প্রতিটা বল যেনো তাদের কাছে একটা শূলের মতো এসে এটাক করতে লাগে। একটা ব্যাটসম্যানও ঠিকভাবে দাঁড়াতে পারেনি।
প্রথম থেকে কারো ৩০ রান পর্যন্ত হয়নি, একটা টেস্ট ম্যাচে এইরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যায় না, দেখা গেলেও সেটা খুবই কম। তো অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ১৫০ করতে সক্ষম হয়। একদম মারাত্মক লো স্কোর যেটাকে বলে। ইংল্যান্ড এর অবস্থা আরও ভয়াবহ প্রথম ইনিংসে। নিসার আর বোলান্ড এরা দুজনেই তাদের দাঁড়াতে দেয়নি। একমাত্র হেরি নামের একজন কিছুটা রান করেছিলো, তার সুবাদে কোনোমতে ১১০ রান উঠেছিল। অস্ট্রেলিয়া ওই রান করে তাও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে এগিয়ে ছিল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আরো বাজে খেলেছে, একমাত্র হেড মোটামুটি একটু রান করেছিলো। আর তাতে সর্বমোট ১৭৬ রানের টার্গেট দিয়েছিলো।
হিসেবে এটা ইংল্যান্ড এর জন্য একটা বড়ো ম্যাচ ছিল, কারণ পিচে কেউ এসে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না। তবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খুব ধৈর্য নিয়ে খেলেছে। উইকেট পড়তে থাকলেও যেনো তারা একটা সিদ্ধান্তে অটল ছিল অর্থাৎ এই ম্যাচ তাদের যেকোনো মূল্যে জিততে হবে। সেই হিসেবে খেলছে। দুইজন ভালো মতো দাঁড়িয়ে গেছিল, বেশিক্ষণ না হলেও, যতোটুকু রান করেছিলো, সেটা অনেক ছিল। আর এই রান তুলে ফেলেছিল। মাত্র দুই দিনের টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যেটা একধরণের অদ্ভূত প্রকৃতির। যাইহোক, অনেক কন্টেস্ট এর মধ্যে দিয়ে ইংল্যান্ড এই ম্যাচ জিতে নিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





