শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৭ )
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|

Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে হিন্দুস্থান পার্কের ওখানে একটা ক্লাব এর পুজোর আলোকচিত্র তুলে ধরেছিলাম। তো ওখান থেকে আরেকটা বড়ো প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম ম্যাপ ধরে। আসলে পুজোর সময়ে আর কলকাতার দিকে এতো অলিগলি যে, খুঁজে পাওয়া যায় না। তাই একপ্রকার সবদিকে যেতে গেলে ম্যাপ ব্যবহার করতেই হয়। যাইহোক, যেতে যেতে আমাদের সামনে একটা প্যান্ডেল পড়ে যায়, ভাবলাম দেখেই যাই। এই প্যান্ডেল আসলে কিন্তু তেমন একটা বড়ো না, একটা গলির ভেতরে তৈরি করা। তবে প্যান্ডেলটি দেখে গ্রামীণ থিমের ন্যায় কিছু মনে হলো। আসলে সাজিয়েছেই সেইভাবে।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
ছবিতে প্যান্ডেলের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, তা ছিল এক অনন্য ডিজাইনের প্রতিরূপ। বাহ্যিক সৌন্দর্য দেখে মনে গ্রামের কোনো একটা মাটির বাড়ির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখানে প্যান্ডেলের সাজসজ্জায় খড়ের ছাউনি, তারপর মাটির রংয়ের দেয়াল, তারপর যেমনটা আলপনা দেওয়া হয়ে থাকে, সেইরকম একটা দৃশ্য। এই সবকিছু মিলিয়ে যেন একটা গ্রামীণ বাংলার আবহ ফুটিয়ে তুলেছিল। আসলে প্যান্ডেল দেখে খুব ছোট মনে হলেও এর মধ্যে অনেক কিছুর অর্থ লুকিয়ে আছে। এছাড়া প্যান্ডেলের যে দেয়ালের ডিজাইন করেছে, সেখানে ধানের শীষের মতো ঝুলিয়ে দিয়েছে। আর ওখানে প্রদীপ এবং ঝাড়বাতি যেন একটা ঝলমলে পরিবেশ সৃষ্টি করেছে।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
আর এই প্যান্ডেলের ভেতরে যাওয়ার মুখেই দেখতে পাবেন একটা বড়ো আকারের মূর্তি। এই মূর্তিটা আসলে একজন কৃষকের, যেখানে পরিশ্রমের একটা ভাবমূর্তি চেহারায় ফুটিয়ে তুলেছে। এরপর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। সেখানেও সাজিয়েছে দারুন ভাবে, যেন এই আধুনিকতার সময়েও অনেকটা সময় পিছিয়ে গেছি। সেই আগেকার দিনের মতো মাটির কলস, দেয়ালে আঁকা গ্রামের প্রাকৃতিক দৃশ্যপট। অর্থাৎ এখানে কেউ ধান কাটছে আবার কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে, তারই কিছু প্রতিরূপ তুলে ধরেছে। এখানে ভেতরে যেন একটা দারুন পরিবেশের সৃষ্টি করেছিল। এই দৃশ্যের মাধ্যমে কিন্তু আমাদের একটা বিষয় স্মরণে এনে দিয়েছিলো যে, আমরাও একসময় এইরকম জায়গা থেকে উঠে এসেছি, মাটির একটা টান থাকে।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
আর এরপর ছিল প্যান্ডেলের একদম কেন্দ্রবিন্দুতে মায়ের মূর্তির প্রতিরূপ। প্রতিমাগুলো যেন একদম মনোমুগ্ধকর হয়েছিল। মায়ের দশ হাতে দশ অস্ত্র দিয়ে দারুন সুসজ্জিত করে ফুটিয়ে তুলেছিল। সবগুলো প্রতিমার কাজ বেশ নিখুঁত ছিল শিল্পীর। কিছু কিছু শিল্পীর হাতে একটা আলাদা জাদু আছে অর্থাৎ যেন প্রতিমার মুখের ভাঁজটা এমনভাবে ফুটিয়ে তোলে যে, জীবন্ত মুখের প্রতিচ্ছবির মতো লাগে। সবকিছু মিলিয়ে যেন ঐতিহ্য আর আধুনিকতার একটা দারুন মেলবন্ধন ফুটে উঠেছিল। থিমটা বেশ ভালো করেছিল, একটা নতুনত্ব খুঁজে পাওয়া গিয়েছিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |












