পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১৯ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির উনিশ তম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো এরপর মেয়েটি যখন সম্রাটকে বলেছিলো যে তাকে শুধুমাত্র একটা পরীক্ষার উপাদান সামগ্রীর মতো ব্যবহার করেছিল। এছাড়া মেয়েটির উপরে যে শুধু পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলো, তা কিন্তু নয়। সে মূলত মেয়েটির সেই শক্তিশালী আত্মাকে তার মেশিনের মাধ্যমে বন্দি করে নিজের বশে করতে। যাতে পরবর্তীতে এই আত্মার দ্বারা কোনো খারাপ কাজ করাতে পারে। এরপর সবকিছু যেন নীরবতায় থেমে গেলো। সম্রাট তো এইসব দেখে আর শুনে স্তব্ধ হয়ে এক কোনে বসে পড়েছে। কিছুক্ষন পরে মেয়েটি আরো বিস্মিত হওয়ার মতো একটা কথা বললো-এখানে কিন্তু এখনো একজন বেঁচে আছে, যাকে তুমি খুঁজলেই পাবে।
সম্রাট তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছে এবং মেয়েটিকে জিজ্ঞাসা করলো-এখনো কেউ বেঁচে আছে...কে সে? ওই সায়েন্টিস্ট এর সাথে আরো একজন ছিল, যে তার থেকেও নৃশংস ছিল। আর এই ব্যক্তি এখনো এই বাংলোতে লুকিয়ে আছে। সে আমাকে চিরতরে মুছে ফেলানোর একটা গভীর ষড়যন্ত্র করে চলেছে। রুমের দেওয়াল হঠাৎ কাঁপতে শুরু করলো এবং দেয়ালের পেইন্টিংগুলো যেন ঝরে ঝরে পড়ছে। বাইরে থেকে একটা শব্দ আসছে, যেন কেউ সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। মেয়েটি পরোক্ষণে সম্রাটকে ধীরে ধীরে বললো-যদি বাঁচতে চাও, তাহলে এখানে কোথাও লুকিয়ে পড়ো।....
