পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ৫ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির পঞ্চম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো সম্রাট যখন সেই মেয়েটির ছায়া দেখতে পেলো, তখন মেয়েটির মাথা নিচু এবং তার মুখে ছিল একটা মৃদু হাসি। সম্রাট অবাক দৃষ্টিতে সেই ছায়ার দিকে এক নজরে তাকিয়ে রইলো অনেক্ষন এবং মেয়েটি পরে আস্তে আস্তে সম্রাটের দিকে মাথা উঁচু করে তাকালো। সম্রাট এরপরে অনেকটা ভয়ের সম্মুখীন হয় এবং সে ওখান থেকে দৌড়ে গ্রাম পর্যন্ত এসে থামলো। এরপর এসে সে যেন দম ছাড়তে পারছে না ,এইরকম অবস্থা। কিছুক্ষন থেমে নিঃস্বাশ নেওয়ার পরে চারিদিকে তাকিয়ে দেখলো,সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আর সম্রাটের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পাশে একটি চায়ের দোকানে বসে থাকা কিছু লোকজন তার দিকে অনেক্ষন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং একজন বৃদ্ধ দোকানদার তাকে জিজ্ঞাসা করলো-ওই বাংলোর দিক থেকে এলে, কিছু দেখেছো নাকি?সম্রাট তো ভাবনায় পড়ে গেলো অর্থাৎ আসলেই কি সে সত্যি কোনো মেয়ের ছায়া দেখেছে! না অন্ধকারে সবকিছু ভুল দেখেছে। কিন্তু সেই মেয়েটির ছায়া, জানালার ভেতর থেকে আলোর ঝলকানি এবং ফিসফিসানি আওয়াজ, এইগুলো তো ভুল হতে পারে না! এরপর সম্রাট বৃদ্ধ দোকানদারকে বললো-হ্যা, একটিই মেয়ের ছায়া দেখতে পেয়েছিলাম, কিন্তু তার মুখ যেন অদৃশ্য ছিল।
দোকানদার তো শুনেই বুঝে ফেলেছে সবকিছু, কারণ সেই এই গ্রামে দীর্ঘদিন ধরেই চায়ের দোকানদারি করে যাচ্ছে। ফলে এই বাংলোর বিষয়ে বলার সাথে সাথেই অর্থাৎ এই মেয়ের বিষয়ে বলতেই তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ সে এই মেয়েটিকে চেনে আর তার নামও বলে দিলেন-সুপর্ণা। সম্রাট তো বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কারণ সে কিভাবে জানলো এই মেয়েটিকে!.....

Əla ))))