হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ২ )
Image Created by OpenAI
"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। এই দ্বিতীয় পর্বের কাহিনীতে দেখা যাক রাহুলের গল্প কতদূর পৌঁছায়। তো ওই ঝড়-বৃষ্টির রাতে তো গ্রাম থেকে হঠাৎ রাহুলের খোঁজ পাওয়া যায় না। এখন গ্রামের লোকজন তাদের বাড়িতে রাহুলের মায়ের সাথে কথা বললে, তার মা জানায়- রাহুল রাতে আমার সাথে বলে গিয়েছিলো যে, আমি একটু বাইরে সামনের দোকানে যাচ্ছি চার্জার আনতে। তারপর থেকে রাহুল আর ঘরে ফেরেনি। আর রাহুলের ফোন, মানিব্যাগ সবকিছুই মোটামুটি বাড়িতেই আছে। আর যে দোকানে চার্জার আনতে যাচ্ছে বললো, সেই দোকানও বন্ধ ছিল। তাহলে প্রশ্ন হলো- রাহুল গেলো কোথায় ওই রাতে?
তবে সন্দেহজনক ভাবে গ্রামের দুইজন লোক ওখানে বললো- দোকান থেকে কিছুটা দূরে একটা মোড়ের কাছে টর্চ লাইট এর মতো ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। কিন্তু ওটা আসলে কিসের ছিল, এটা স্পষ্ট করে বলতে পারেনি, একটা আনুমানিক হিসেবে কথাটা তারা বলেছে। এর পরের দিন সকাল থেকে গ্রামের ওই পাড়ার লোকজন সবাই রাহুলকে খুঁজতে বের হল, যেনো গ্রামের কোথাও বাকি নেই খুঁজতে খুঁজতে। রাহুল যেনো একটা রাতেই হাওয়া হয়ে গেলো গ্রামের ভেতর থেকে। এইভাবে মোটামুটি দুইদিন টানা খুঁজতে থাকে। এরপর তো এই শান্ত আর নিরিবিলি গ্রামের ভেতরে সবার মনে এই নিখোঁজ হওয়া নিয়ে ভয় ঢুকে গেলো। তাহলে এই গ্রামের ভেতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে বা এটাই কি তাহলে রাহুলের দিয়ে শুরু ছিল!.....
