পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ৮ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির অষ্টম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো এরপর যখন গ্রামের ওই দোকানে এক যুবক এসে বললো, এই বাংলোর ভেতরের রহস্য পুরো জানতে হলে এর ভেতরে প্রবেশ করতে হবে। সম্রাট তখন যুবককে জিজ্ঞাসা করলো- তুমি কি এই বাংলোর ভেতরে গিয়েছ? যুবক ফিসফিস করে তার কানে বললো- একবার গিয়েছিলাম, তবে সিঁড়ি পর্যন্ত। এরপর যেনো একটা অস্বাভাবিক আর অদ্ভূত অনুভূতি হতে লাগলো আমার পায়ে। মনে হতে লাগলো, কেউ যেনো আমার পা ধরে টানছে। আর তখন একটা শব্দ শুনেছিলাম- আজও কেউ এলে ফিরে যায় না। সম্রাট বললো-এই একই শব্দ তো আমিও কয়েকবার এই বাংলোর পাশ থেকে শুনলাম। সম্রাট শুনে যেনো একটা দীর্ঘশ্বাস ফেললো এবং চেয়ারে হেলান দিয়ে খানিকক্ষণ কি যেনো একটা ভাবলো।
আর ধীরে ধীরে এইসব গল্প শুনে যেনো তার কৌতুহল ছাড়িয়ে যাচ্ছে এবং ভয়কে উপেক্ষা করে যাচ্ছে। এরপর সম্রাট কিছুক্ষণ ভাবার পরে যুবককে বললো- এই মেয়েটি কি আসলে কিছু বলতে চাইছে এই শব্দের মধ্যে দিয়ে? দোকানদার আস্তে আস্তে সম্রাটকে বললো- অনেক আগের বিষয়, আমি সঠিক জানিনা। তবে লোকমুখে শুনেছি, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ কেউ তাকে মেরে ফেলে গেছে এইভাবে। আর মেয়েটি এখনও সেই সত্যটা কাউকে বলতে পারেনি, ফলে তার আত্মা এখনও এই বাংলোতে ঘুরে বেড়াচ্ছে। এই কথা শোনার পরে সম্রাট এর শরীর যেনো একদম বরফ এর মতো হয়ে যায়।.....
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 5 days ago
$0.00
Reveal Comment