পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১৪ )

ChatGPT Image Nov 16, 2025, 03_26_23 AM.png

Image Created by OpenAI

"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির চৌদ্দতম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। সম্রাটের তো সিঁড়ির নিচের ঘরের অবস্থা দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন এরই মধ্যে আবার সিঁড়ির নিচের সেই ঘরের দরোজার নিচ দিয়ে একটা রশ্নি মতো বের হতে দেখতে পায় সম্রাট। সম্রাট সামনের দিকে এগিয়ে গেলো এবং দরজাটা খোলার চেষ্টা করতে লাগলে দেখা গেলো দরজাটা আপনাআপনি খুলে গেলো। ভেতরের অবস্থা দেখে সম্রাটের যেন স্বাসপ্রস্বাস বন্ধ হয়ে আসার মতো। ওখানে সামনের একটি দেয়ালে মেয়েটির একটা প্রতিকৃতি মতো ঝুলে আছে আর সেখানে আবারো একটা বোর্ডে কি যেন লেখা আছে, দূরে থাকার কারণে লেখাটা বুঝতে পারে না। সম্রাট সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে দেখলো কেস ২১ এর কি একটা রিসার্চ সাবজেক্ট এর রুম। আর ওই রুমের টেবিলে সবকিছু ভয়ঙ্কর নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

সম্রাট নথিগুলো একটু নেড়েচেড়ে সবকিছু দেখতে লাগলো, কয়েকটাতে এমন কিছু তথ্য পায়, যা মাথা হিলিয়ে দেওয়ার মতো কান্ড। এখন এখানে একটাতে এমন ভয়ঙ্কর একটা তথ্য ছিল- যে এই মেয়েটির আসলে জন্মের থেকে একটা অদ্ভুত শক্তির মালিকানা ছিল অর্থাৎ মেয়েটি পরলোকের আত্মাদের নাকি দেখতে পেতো। ফলে তাকে ব্যবহার করে সেইসব আত্মার উপরে জৈব পরীক্ষা করা হতো। ওখানে আরো একটা ভয়ঙ্কর তথ্য ছিল- যে রাতে এই আত্মার উপরে পরীক্ষা করা হয়, সেই রাতেই মেয়েটির মৃত্যু হয়। আর এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, তার উপর এই পরীক্ষা করার ফলে হয়েছে। কিন্তু এই পরীক্ষা ব্যর্থ হয় আর মেয়েটির শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য মৃত্যু ঘটে।....