পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১ )

ChatGPT Image Nov 16, 2025, 03_26_23 AM.png

Image Created by OpenAI

একটা গল্প শেয়ার করা যাক। এই গল্পটির নাম হলো "পুরোনো বাংলোতে লুকানো রহস্য"। কুচবিহার থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরের দিকে একটা জায়গা আছে। সেখানে বট গাছ এবং অন্যান্য গাছে জায়গাটা পুরো ঘন আস্তরণে ছেয়ে গেছে। আর সেখানেই বহু বছরের একটা পুরোনো বাংলো দাঁড়িয়ে আছে অর্থাৎ বাংলোটা প্রায় ৬০-৭০ বছরের পুরোনো এবং বাংলোর নাম হলো "বিশ্বাস বাংলো"। সেখানকার আশেপাশের লোক এই জায়গাটাকে এমনিতেই ভুতুড়ে জায়গা বলে থাকে আর এই বাংলোটাকে "আলোর বাংলো" বলে থাকে।

যদিও এর পেছনে একটা বড়ো কারণ আছে। প্রতিদিন এই বাংলোতে একটা অলৌকিক ঘটনা ঘটে আর সেটা আশেপাশের লোকজনের নজরে এসেছে। বিষয়টা হলো রাত ঠিক ১২ টা বাজতেই এই বাংলোর একটা রুমে হঠাৎ করে আলো জলে ওঠে। আসলে সেখানে কেউই থাকে না, বাংলোটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সম্রাট নামের একটা কম বয়েসী ছেলে তার ফোটোগ্রাফি কোর্স শেষ করে কলকাতা থেকে কুচবিহারের এই জায়গাটায় যায়।

এখানে সে একজন ফটোগ্রাফার হিসেবে আসে নিজের ফটোগ্রাফির উপরে একটা ডকুমেন্টারি তৈরি করবে বলে। আর তার এই ফোটোগ্রাফি পেশায় সব থেকে শখের বিষয় হলো কোনো রহস্যময় জায়গাকে কেন্দ্র করেই তার কাজ করবে। আর তার জন্য এইরকম একটা জায়গা বেছে নেয়। এই বাংলো সম্পর্কে আশেপাশের লোকজনের কাছে নানা কথা শুনতে পায় এবং এই বাংলোর রহস্যময় গল্প শুনে তার মনে ভয়ের জায়গায় আরো বেশি কৌতূহল জেগে ওঠে।.....