হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ১ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" নামের একটি নতুন গল্প শেয়ার করে নেবো। এই গল্পের কাহিনী একটি ছোট্ট গ্রামের যুবককে ঘিরে। কলকাতা থেকে অনেকটা দূরে শান্তিপুর নামের একটি গ্রামের দিকে বসবাস করত রাহুল নামের এক যুবক। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল এবং গ্রামের মধ্যে সে খুবই সহজ সরল একজন মানুষ ছিল। এমনিতেই এই গ্রামের সবারই মন মানসিকতা ভালো আর সবকিছু একদম নিরিবিলি আর শান্ত ছিল। এই গ্রামের বৈচিত্র্য দেখলে যেনো মনে হবে রূপকথার গল্পের মতো দৃশ্যগুলো ফুটে উঠেছে। কিন্তু হঠাৎ করে একটা রাতে এই শান্ত এবং নিরিবিলি গ্রামের মধ্যে দুর্ঘটনা ঘটে গেলো। একদিন রাতের

পর থেকে ওই গ্রামে রাহুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মধ্যে তো একটা হৈচৈ বেধে গেছে, কি না কি হলো। এমনিতেই গ্রামের মধ্যে কোনো কিছু ইস্যু তৈরী হলে একটা হৈচৈ পড়ে যায়। সেখানে নিখোঁজ এর কথা শুনে সবারই মনের মধ্যে ভয় লেগে গেছে। আর রাহুল একজন শান্ত আর সবারই সাথে মিশে চলে। সেখানে দাঁড়িয়ে তার সাথে কারো কোনো শত্রুতা থাকার কথা নেই, যে তাকে তুলে নিয়ে যাবে কেউ। আর কোনোদিন কোনো অপরাধ করিনি, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কিভাবে সে হারিয়ে গেলো। সেদিন রাতে আবার ঝড়-বৃষ্টি হয়েছিলো প্রচুর।...