পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ৬ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির ষষ্ঠ পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো সেই ঘটনার পরে সম্রাট যখন তার কাছে জিজ্ঞাসা করলো অর্থাৎ বৃদ্ধের কাছে যে, আপনি তাকে চিনলেন কিভাবে? বৃদ্ধ লোকটি সম্রাটের দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় বললেন- কারণ এই গ্রামের এমন কেউ নেই যে, তাকে চেনে না। সবাই চেনে বলতে গেলে। মেয়েটি অনেক সহজ এবং সরল ছিল, কারো সাথে তেমন কথা বলতো না। কিন্তু দুর্ভাগ্য এর বিষয় হলো যে, মেয়েটি এখান থেকে ৪০ বছর আগে মারা গিয়েছে। এই কথা যখন বৃদ্ধ বলছিল, তখন দোকানের আর বাকি সবাই যেনো এক গভীর নীরবতা এর মাঝে ছেয়ে গেছিল।
সম্রাট তখন একদম চুপ হয়ে গেলো আর থমকে দোকানের এক কোণে বসে পড়লো। এরপর সম্রাট তার কাছে জিজ্ঞাসা করলো, কি হয়েছিলো তার? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তাকে সবকিছু বলতে শুরু করলো। এই বাংলো একসময় খুবই প্রভাবশালী জমিদার বাড়ি ছিল। কিন্তু হঠাৎ একসময় কি কারণে মেয়েটি নিখোঁজ হয়ে গেলো, রাতের থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। থানায় ডায়েরি করার পরেও পুলিশ তাকে খুঁজে পায়না। ঘটনা পুরো সম্রাট ভালভাবে শুনতে লাগে। এইভাবে খুঁজতে খুঁজতে দিন ১৫ পার হয়ে যায়। কিন্তু কেউ খুঁজে না পেয়ে একপ্রকার খোঁজাখুঁজি বন্ধ করে দেয়।
একদিন হঠাৎ করে গ্রামের ভেতরের একটি কুয়ো থেকে গন্ধ আসতে লাগে। প্রথমে কেউ তেমন পাত্তা না দিলেও পরে গন্ধ যখন বাড়তে লাগে, তখন গ্রামের কয়েকজন গিয়ে দেখে একটা লাশ ভেসে আছে। সেই লাশটা আর কারো নয়, ওই মেয়েটার। মেয়েটার মৃত্যু যেনো একটা অস্বাভাবিক ছিল, যখন সে মরেছে, তখন তার চোখ খোলা ছিল। মনে হচ্ছিলো কিছু একটা বলতে চাইছিল। সম্রাট যেনো একদম ঠান্ডা হয়ে যায়। তার শরীর যেনো শিউরে ওঠে, তাহলে কি এই বাংলো তখন থেকে পরিত্যক্ত।.....
