হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৪ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পটির চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো গ্রামের লোকজন নদীতে আলো ফেললে একটা ছায়া দেখতে পেয়েছিল, যা কোনো মানুষের প্রতিরূপ না। যারা ঘাটের ওখানে পাহারা দিচ্ছিল, তারা সবাই ভয়ে চিৎকার করে ওঠে এবং গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসে। আর গ্রামে একটা ব্যাপার আছে, যদি কোনো কিছু একটু ঘটে বা ভিন্ন কিছু দেখতে পায়, তাহলে একটা হৈচৈ পড়ে যায়। এখানেও কি না কি হলো চিৎকার করে সবাইকে জড়ো করলো। এর মধ্যে আবার জলের যে একটা মৃদু ঢেউ এর মতো দৃশ্য দেখা যাচ্ছিল, সেটাও থেমে যায় হঠাৎ করে। আর সেই ছায়াটাও যেনো অদৃশ্য হয়ে গেলো। এইবার তো গ্রাম বলে কথা, কি ঘটলো না ঘটলো আগে কেউ কোনো বিচার বা পরামর্শ করলো না।

গ্রামের কয়েকটা ছেলেদের কথার উপর ভিত্তি করে একটা গুজব ছড়ানো শুরু হয়ে যায়। ওখানে কিছু হয়েছে মানেই এই নদীর পাড়ে কিছু একটা আছে। আর রাহুলের বিষয়টাও এইটার সাথে সম্বন্ধিত বলেই গ্রামের লোকজনের ধারণা। অন্যদিন আবার একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। রাহুলের মা তার রুমে গিয়ে যখন ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন বিছানার নিচের থেকে একটা ডায়েরি পেয়েছিলো। এই ডায়েরিতে তেমন কিছু প্রথমের দিকে পাইনি অর্থাৎ যেমন সাধারণ নোট করা থাকে- কাজের বিষয়ে, খরচের হিসেব ইত্যাদি। কিন্তু পরে কিছু অদ্ভূত লাইন পড়ে অবাক হয়ে গেলো।....