পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ৯ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির নবম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো সবার মুখ থেকে আলাদা আলাদা ভাবে এই বাংলো আর মেয়ের কাহিনী শুনে সম্রাট একপ্রকার শিহরিত। সেই মুহূর্তে সম্রাট এর ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো এবং মেসেজটা ছিল অদ্ভুত ধরণের। মেসেজ ছিল-সে বাংলোর নিকট থেকে যে ছবিগুলো তুলেছিল, তাতে পুরোনো ভাঙা জানালার ভেতরে একটা মুখ দেখা যাচ্ছে। একটি মেয়ে, তার পাশ দিয়ে চুলগুলো নেমে আছে। সবকিছুই ঠিক আছে, নরমাল, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত বিষয় হলো-মেয়েটির মুখে সে অস্পষ্ট হাসি। দোকানদার বৃদ্ধ লোকটি সেই ছবি দেখে হালকা একটা হাসিমুখে বললো-সম্রাট! এই সেই মেয়েটি, এতক্ষন ধরে যার বিষয়ে আলোচনা হলো। কিন্তু বিষয় হলো, এই মেয়েটি তাকে কি ডাকছে? না তাকে আটকে রাখার জন্য অপেক্ষা করছে?
এরই মধ্যে হঠাৎ দূর থেকে বজ্রপাতের মতো আলো ঝলকে উঠলো এবং কিছুক্ষনের মধ্যে আবারো চারিপাশে অন্ধকারে ছেয়ে গেলো। মেঘলা আকাশের এক ভয়াবহ গর্জন যেন বাংলোর পুরোনো দেয়ালের ভেতরে প্রতিধ্বনির মতো শব্দ ফেটে বেরিয়ে আসছে। সম্রাট তখন বাংলোর মেইন দরোজার সামনে দাঁড়িয়ে, হাতে টর্চ, এদিকে ভয়ে কাঁপছে। অনেক সাহস নিয়ে সম্রাট দরোজা ধাক্কা দিয়ে খুললো এবং ভেতরে যা দেখলো, তাতে সে শিহরিত হয়ে ওঠে সাথে সাথে। প্রথমত অন্ধকারে আচ্ছন্ন সবদিকে, তারপর হঠাৎ লাইটের এল ফেলে যদি অদ্ভুত সবকিছু দেখা যায় অর্থাৎ যেন এইমাত্র কেউ এখানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। সেখানে অনেক কিছুই পুরোনো জিনিসপত্র, ভাঙা আয়না ইত্যাদি আরো নানা কিছু দেখতে পায়। এরই মাঝে এক কোনে কিছু একটা সাদা কাপড়ের মতো টুকরো উড়ছিল, যেন শূন্যে ঝুলে আছে।....
