স্টাডি শিডিউল

ChatGPT Image Dec 13, 2025, 11_04_38 AM.png

Image Created by OpenAI

আজকে স্টাডি সিডিউল নিয়ে ছোট একটা আলোচনা সেরে ফেলা যাক। শিক্ষা জীবনে স্টাডি শিডিউল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া কোনো কিছুতে শিডিউল না থাকলে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যাওয়া যায় না। যেমন পড়াশোনা এর বিষয়েই বলি, আমরা এমন অনেকেই আছি পড়ার সময়ে এক টানা শুধু পড়তেই থাকি। এতে কিন্তু কোনো শিডিউল ঠিক করা থাকে না। একপ্রকার মুখস্ত রিডিং পড়ার মতো পড়ে যাওয়া যাকে বলে। আমাদের শিক্ষা জীবনে পড়াশোনা বিষয়টাও একটা আর্ট এর মতো। আর এটাকে যদি যত্ন সহকারে পড়া না হয়, তাহলে সেদিক থেকে সফল হওয়া মুশকিল।

পড়ার সময়। বিশেষ করে পরীক্ষার সময়ে দেখা যায়, কেউ বেশি সময় ধরে পড়ে পরীক্ষা দিতে যায় আবার কেউ কম সময় ধরে পরীক্ষা দিতে যায়। কিন্তু রেজাল্ট এর দিকে দেখা যায়, যে কম সময় পড়ে পরীক্ষা দিয়েছে, সেই ভালো রেজাল্ট করেছে। এর মূল কারণ হলো যে কম সময় পড়ে সফল হয়েছে, তার শিডিউল করে পড়ার আলাদা একটা টেকনিক ছিল। আর এটাই ঠিক যে, স্টাডি এর দিকে শিডিউল করা থাকলে কম সময়ে পড়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। সঠিক পরিকল্পনা করাটা ভীষন জরুরি। বইয়ের সিলেবাস অনুযায়ী যদি আর সময়টাকে প্রতিটা সাবজেক্ট এর জন্য আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয়, তাহলে লক্ষ্য এবং মনোযোগ দুটোই স্থির থাকে।