সূর্যমুখী আর্ট❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শাপলা দত্ত বাংলাদেশ থেকে।আজ আপনাদের সাথে ভাগ করে নেবো একটি সূর্যমুখী ফুলের আর্ট পদ্ধতি ।

PhotoCollage_1720007991209.jpg

কয়েক দিন থেকে মেয়ের অসুস্থতায় মেয়েকে সময় দিচ্ছি তাই মন চাইলোও রেসিপি করতে পারছি না।রেসিপি করতে আমার ভীষণ ভালো লাগে।রেসিপি পোষ্ট লিখতেও আমার খুব ভালো লাগে।রেসুপি করতে পারছি না মেয়েকে রেখে তাই এ সপ্তাহে রেসিপি পোস্ট করতে পারিনি একটিও। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অবশ্যই রেসিপি পোস্ট নিয়ে হাজির হবো আমি।
আজ আমি বৃত্ত এঁকে নিয়েছি ও তারপর সূর্যমুখী বানিয়েছি।তো চালুন দেখা যাক কি করে বানালাম সূর্যমুখী ফুলটি।

IMG_20240703_162657.png

জলরং
পেন্সিল
রাবার
খাতা
চুড়ি
আংটি

IMG_20240703_162950.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি একটি চুড়ির সাহায্যে বৃত্ত এঁকেনিয়েছি ও তারপর বৃত্তের মাঝে আংটির সাহায্যে আর একটি ছোট বৃত্ত এঁকেছি।

PhotoCollage_1720002722216.jpg

দ্বিতীয় ধাপ

এখন বৃত্তের মাঝে দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নিয়েছি সূর্যমুখীর পাপড়ি বানানোর জন্য।

IMG_20240703_163504.jpg

তৃতীয় ধাপ

এরপর আমি দাগ কেটে নেওয়া গুলোতে সূর্যমুখী ফুলের পাঁপড়ি বানিয়েছি দিয়েছি।

PhotoCollage_1720003078655.jpg

চতুর্থ ধাপ

এখন বৃত্তটি রাবার দিয়ে মুছে নিয়েছি।

IMG_20240703_164215.jpg

পঞ্চম ধাপ

এরপর গাছ বানিয়ে নিয়েছি।

IMG_20240703_164303.jpg

ষষ্ঠ ধাপ

এখন পাতা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720003973941.jpg

সপ্তম ধাপ

এখন সূর্যমুখী ফুলের মাঝের অংশটি কালার করে নিয়েছি।

PhotoCollage_1720006288743.jpg

অষ্টম ধাপ

এখন সূর্যমুখী ফুলের গাছটি ও পাতা দুটো সবুজ কালার করে নিয়েছি।

PhotoCollage_1720007571482.jpg

নবম ধাপ

এভাবেই পুরা সূর্যমুখী ফুলের গাছ আর্ট করে নিয়ে কালার করার মাধ্যমে পুরাপুরি ভাবে তৈরি হয়ে গেলো আমার সূর্যমুখীর ফুল টি।

IMG_20240703_180905.jpg

PhotoCollage_1720007991209.jpg

ফাইনাল লুক

IMG_20240703_180905.jpg

PhotoCollage_1720007991209.jpg

IMG_20240703_180905.jpg
এই ছিল আমার আজকের সূর্যমুখী পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240622_011007.jpg

Sort:  
 2 years ago 

সূর্যমুখী ফুলের আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে অংকন করেছেন। কালার গুলো খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি সূর্যমুখী ফুল আর্ট করেছেন। জল রং দিয়ে করা আপনার আর্ট টি অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর আর্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ের সুস্থতা কামনা করছি দিদি।আপনার আর্টটি অসাধারণ হয়েছে।মনে হচ্ছে সদ্য ফোটা সত্যিকারের সূর্যমুখী ফুল।কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি দেখছি বেশ দুর্দান্তভাবে একটি সূর্যমুখী ফুলের দৃশ্য আর্ট করেছেন। আপনার হাতে এত সুন্দর একটি আর্ট দেখে মনে হচ্ছে কিছুটা বাস্তবের সাথে মিলে গেছে। আর আপনি ফুল আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে বেশ দারুন লাগলো আমার কাছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বাহ দারুন আর্ট করলেন আপু আপনি সূর্যমুখী ফুলের। এত সুন্দর ভাবে ভিন্ন পদ্ধতিতে তৈরি করলেন আপনি দেখতে পারফেক্ট হয়েছে। কালারগুলো আপনি এত নিখুঁত ভাবে দিলেন জাস্ট অসাধারণ দেখাচ্ছে। আপনার ফুলটা দেখেই প্রথমে মনে করেছিলাম বাস্তব ফুল। অনেক ধন্যবাদ আপনাকে আপু ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার সুন্দর মন্তব্য ও উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ্ সহজ একটি আর্ট শেয়ার করেছেন আপু।সূর্যমুখী ফুলটি দেখতে ভালো লাগছে সিম্পলের মধ্যে ।আপনি আর্ট এর ধাপগুলো খুব সহজেই গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু জল রং দিয়ে বেশ সুন্দর একটি সূর্যমুখী ফুল আর্ট করলেন। সূর্যমুখী ফুল আমি অনেক পছন্দ করি। আজ আপনার জল রং দিয়ে আকাঁ সূর্যমুখী ফুল দেখে আমার ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর করে ফুলটি আর্ট করেছেন। আর তা ধাপে ধাপে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি এভাবে আরও ভালো ভালো আর্ট আপনার কাছ থেকে আমরা দেখতে পাবো।

 2 years ago 

সূর্য মুখী ফুল আমারও খুব পছন্দের আপু ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

মন ছুয়ে যাওয়ার মত বেশ দারুন একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফুলের হাট দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে অসাধারণভাবে আপনি হার্টের কাজ সম্পন্ন করেছেন। আশা করব এভাবে আবারো অনেক কিছু তৈরি করে দেখাবেন বা আর্ট করে দেখাবেন।

 2 years ago 

সূর্যমুখী আর্ট অনেক ভালো লেগেছে। আমার ধাপগুলো দেখে শিখে নিলাম। আসলে সূর্যমুখী ফুল আমার খুবই প্রিয়। যার কারণে এই চিত্র অংকনটি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনার সূর্যমুখী চিত্রটা দেখে অনেক ভালো লেগেছে। যেখানে যে কালারটা দরকার আপনি সেখানে সেই কালারটি ব্যবহার করেছেন। যেমনটা বাস্তবে দেখা যায়,আপনার চিত্রটা ও তেমন লাগছে। ধন্যবাদ।