Super 8ball club - প্রথম Android গেম যা থেকে আপনি Steem or SP আয় করতে পারবেন

in #super8ballclub8 years ago

super8ball.png

সবাই কেমন আছেন,

আজ কোন নিয়মিত পোস্ট নয়, কিছু সময় আগে আমি "Super 8ball club" নামের এই নতুন গেমটি সম্পর্কে জানলাম যা Blockchain উপর বেস করে ডেভেলপ করা। ভাবলাম এই মজার গেমটি সবার সাথে শেয়ার করা উচিৎ। আমি গেমটা পরীক্ষা করেছি এবং এটি খুব ভাল কাজ করে। আর সত্যি বলতে এটি 'বাস্তব জগতে আমার প্রিয় গেমগুলোর মধ্যে একটি। আমি অনলাইনে কিছু সহযোগী Steemians দের সাথে গেমটি খেলে বেশ মজা পেলাম :)

আসুন এবারে জেনে নেই Super 8ball club কি?

সুপার 8 বল ক্লাব একটি অ্যান্ড্রয়েড গেমস। এই গেমটি @princewahaj তার একজন বন্ধুর সাথে c# এবং Javascript ল্যাংগুয়েজে ডেভলপ করেছেন। এটি প্রথম মাল্টিপ্লেয়ার-ভিত্তিক পুল গেম যা আপনাকে ম্যাচের জয়ী হবার জন্য STEEM পুরস্কার দেবে এবং আপনি প্রতিদ্বন্দ্বীর দ্বারা যখন হেরে যাবেন তখন আপনার কিছুই খরচ হবে না। এই গেমের সবচাইতে আকর্ষনীয় বা মূল বিষয়টা কি জানেন? এই গেমে সকল প্লেয়ার মাল্টিপ্লেয়ার মোডে একে অপরের সাথে খেলতে গেলে তাকে Steemian হতে হবে অথবা সে Steemian হয়ে যাবে।

গেমটি ডেভলপ করার জন্য @princewahaj অসংখ্য ধন্যবাদ এবং তিনি দেখিয়ে দিয়েছে যে Blockchain এ কী না করা যেতে পারে।

নীচের লিঙ্ক থেকে গেমটি ডাউনলোড করুন:
https://play.google.com/store/apps/details?id=com.creativestudio.super8ballclub

গেমটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবি সহজ। নীচের ছবি দেখুনঃ
super8ball-reg1.png
রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

super8ball-reg2.png
এবারে উপরের ছবির মতো কয়েকটি ঘড় আসবে, প্রথমে আপনার ইমেইল এড্রেসটি লিখুন। এর পরে মিনিমাম ৬ক্যারেক্টারের একটি পাসোয়ার্ড লিখুন। গেমের জন্য একটি ইউজার নেম লিখুন। আপনার স্টিম ইউজার নেম লিখুন (@ ছাড়া লিখবেন)। এবারে শেষের ঘড়টিতে একজন রেফারির স্টিম আইডি লিখবেন, এক্ষেত্রে আমার আইডি afm007(@ লিখবেন না) লিখতে পারেন, আর কারো নাম দিতে না চাইলে ফাকা রাখুন। ব্যস, এবারে নীচের সবুজ রেজিস্টার বাটনে ক্লিক করুন।

super8ball-reg3.png
এবারে এমন একটি স্ক্রিন আসবে। এখানে প্লে বাটনটি ডিসাবল পাবেন। কারন আপনার একাউন্টটি ভেরিভাই করতে হবে। ভেরিফাই ছাড়া আপনি প্র্যাক্টিস গেম খেলতে পারবেন।

ভেরিফাই করা অত্যন্ত সহজ। আপনার স্টিম থেকে একটি নিউ পোস্ট করতে হবে। পোস্টে একটি ছবি থাকবে। ছবিতে যার একাউন্ট তাকে একটি কাগজ হাতে নিয়ে ছবি তুলে সেটি পোস্টে আপলোড করতে হবে। আর হাতের কাগজে আপনার স্টিম ইউজার নেম এবং গেমের ইউজার নেমটি পরিষ্কার করে লিখতে হবে, যাতে দেখে পড়া যায়। নীচের ছবিটি দেখুন।
super8ball-reg4.png
এভাবে আপনার বা একাউন্ট হোল্ডারের একটি ছবি পোস্ট করবেন। পোস্টে Tag হিসেবে অবশ্যই super8ballclub ব্যবহার করবেন। সব ঠিক থাকলে আশা করা যায় ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট ভেরিয়াই হয়ে জাবে।

অফিসিয়াল ওয়েবসাইটঃ https://super8ballclub.com

গেমটি সম্পর্কে আরো বিস্তারিত জানতেঃ
https://steemit.com/gaming/@princewahaj/introducing-super8ballclub-the-first-ever-multiplayer-based-pool-game-for-android-powered-by-steem-blockchain-using-playfab-and

Discord Channel: https://discord.gg/GXR88FT

ব্লগটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি গেমটি ডাউনলোড করে থাকেন তবে Registration এর সময় আমার আইডি @afm007 রেফারার হিসেবে ব্যবহার করলে উপকৃত হব।

আশা করি পুল টেবিলে দেখা হবে!

Sort:  

আপনার বাংলায় পোষ্ট দেখে অনেক ভাল লাগল। লিখাটি খুব ভালভাবে বুঝলাম। এধরনের পোষ্ট আরও অনেক অনেক করবেন। এতে আমাদের জন্য অনেক উপকার হবে।

আপনাকে অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।

You got a 1.72% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @afm007! Delegate us Steem Power & get 100%daily rewards Payout! 20 SP, 50, 75, 100, 150, 200, 300, 500,1000 or Fill in any amount of SP Earn 1.25 SBD Per 1000 SP | Discord server

ভাইয়া।গেমটা খেললে কিভাবে ডলারটা আমার একাইন্টে যাবে?

গেমে উইন করলে পয়েন্ট পাবেন। একেক পুলে একেক সংখ্যার উইন রিওয়ার্ড। ২ থেকে শুরু। ধরুন, আপনি ৪ট খেলায় জিতে ১৬ পয়েন্ট পেয়েছেন। এই পয়েন্ট আপনাকে Claim Button এ ক্লিক করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর ৭ দিন পরে আপনার Steemit ওয়ালেটে SBD payment করা হবে। পেমেন্টের পরিমান ও অন্যান্ন ডিটেইল @super8ballclub আইডিতে তাদের প্রতিদিনের পোস্টে পাবেন।

জ্বি।ভাইয়া।।
আমার আইডি ভেরিফাইড হইছে।কিন্তু পুল খেলতে জানি নাহ্।।
শিখতে হবে

Practice করার সুবিধা আছে। আর ইউটিউব দেখে প্রাথমিক ব্যাপারগুলো শিখে নিতে পারেন।
শুভ কামনা রইলো।