Sort:  

গেমে উইন করলে পয়েন্ট পাবেন। একেক পুলে একেক সংখ্যার উইন রিওয়ার্ড। ২ থেকে শুরু। ধরুন, আপনি ৪ট খেলায় জিতে ১৬ পয়েন্ট পেয়েছেন। এই পয়েন্ট আপনাকে Claim Button এ ক্লিক করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর ৭ দিন পরে আপনার Steemit ওয়ালেটে SBD payment করা হবে। পেমেন্টের পরিমান ও অন্যান্ন ডিটেইল @super8ballclub আইডিতে তাদের প্রতিদিনের পোস্টে পাবেন।

জ্বি।ভাইয়া।।
আমার আইডি ভেরিফাইড হইছে।কিন্তু পুল খেলতে জানি নাহ্।।
শিখতে হবে

Practice করার সুবিধা আছে। আর ইউটিউব দেখে প্রাথমিক ব্যাপারগুলো শিখে নিতে পারেন।
শুভ কামনা রইলো।