খানিকটা সময় লাগবে।
আপনি কি মনে করেন, আপনার সঙ্গে যেটা ঘটেছে সেটার ভুক্তভোগী কি শুধু আপনি একাই, নাকি এমন ঘটনার ভুক্তভোগী আরও অনেকেই আছে?
আপনার হৃদয়ে ক্ষত, আবেগ শুকিয়ে পাথর হয়ে গিয়েছেন। ভালোবাসি বলে যার পাশে থাকার কথা ছিল, সে হয়তো অন্য কাউকে ভালোবেসে দিব্যি ভালো আছে; নতুবা আপনি কাউকে ঠকিয়ে অন্য কাউকে নিজের করে নিয়েছেন। কিংবা অশ্রু ফেলে চোখের পানি শেষ করেছেন—এসব সমস্যার ভুক্তভোগী যদি নিজেকে শুধু এককভাবে মনে করেন, তাহলে সেটা নিতান্তই ভুল।
হয়তো আপনি কোনো না কোনোভাবে প্রকাশ করেছেন, কেউ হয়তো করছে না। অনেকেই তো আবার মুখে বালিশ চেপেও নিদ্রাহীন রাত অতিবাহিত করে—তার মানে কি তার কষ্ট নেই? বিষয়গুলো আসলে কিছুটা জটিলতাসম্পন্ন। তাছাড়া এমন টুকটাক সমস্যা সবার মাঝেই বিরাজমান।
এই যে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছেন, মাঝে মাঝে বেঁচে থাকার স্বাদ ফিকে হয়ে যাচ্ছে, হুটহাট করেই জীবনের ছন্দে তালগোল পাকিয়ে ফেলছেন—এগুলোই আসলে স্বাভাবিক প্রক্রিয়া। একটা সময় পরে অবশ্য সবকিছু ঠিকঠাক হয়েও যায়।
মানুষের তো ভুলোমন, কে প্রতারণা করল, কার জন্য হৃদয় ভেঙে চুরমার হয়েছিল, কার ব্যথায় কাতর ছিলেন, কার অনুপস্থিতি আপনাকে ভাবাত—এর থেকেও ছোট ছোট কিংবা আরও সূক্ষ্ম হাজারো কারণ, সবকিছুই একদিন সত্যিই ঠিক হয়ে যায়। তবে ঠিক হওয়ার সময়টা কবে আসে, এটা আসলে নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি কিংবা ধৈর্যের উপর।
যাই হোক, যেসব কারণ আজকাল প্রচুর পীড়া দিচ্ছে, তা একদিন সত্যিই আপনার কাছে হাস্যকর হবে। তবে খানিকটা সময় লাগবে—এটাই হচ্ছে মূল কথা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






যারা আসলে প্রেমের সম্পর্কে জড়ায়,তাদের মধ্য থেকে বেশিরভাগ মানুষের সাথে এমনটা ঘটে থাকে। কারণ খুব কম সংখ্যক প্রেমের সম্পর্কের শেষ পরিণতি ভালো হয়। তবে সত্যি সত্যি কাউকে ভালোবাসলে,দুজন আলাদা হওয়ার পর ঠিকই জীবনটা এলোমেলো হয়ে যায়। তবে পরবর্তীতে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শূন্যস্থান একটা সময় পূরণ হয়ে যায়। তবে ধৈর্য্য ধারণ করাটা জরুরী।