শুক্রবারের ব্যস্ততা।
শুক্রবারের দিনটা এমনিতেই বেশ ব্যস্ততায় কাটে। সপ্তাহের শেষে সংসারিক ও পারিবারিক যেসব কাজ জমে থাকে, সেগুলোর দিকেই তখন একটু বেশি মনোযোগ দিতে হয়।
তাছাড়া বাবু এখন নিয়মিত স্কুলে যায়, ফলে শুক্রবারে সে পুরো সময়টাই বাসায় থাকে। যেহেতু সেদিন স্কুল বন্ধ থাকে, তাই সকাল থেকেই তাকে ঘিরেই আমার ব্যস্ততা শুরু হয়। ওর মা রান্নাঘর সামলায়, আর আমি সামলাই ওকে।
আজ সকালে বাজারে গিয়েছিলাম। সপ্তাহান্তের এই টুকটাক কেনাকাটা যেন একেবারেই অপরিহার্য। বাজার সেরে বাবুকে সঙ্গে নিয়েই আবার জমিতে গিয়েছিলাম।
যেহেতু এখন জমিগুলোতে আলু লাগানো হয়েছে, তাই সশরীরে গিয়ে সেগুলো পরিদর্শন করলাম। পাশাপাশি কৃষক ভাইদের সঙ্গে কিছু আলাপ-আলোচনা ও পরামর্শ বিনিময়ও হলো।
সংসারিক জীবনে আসলে কাজের শেষ নেই—কাজ যেন সারাদিন ধরেই চলতে থাকে। আপাতত খানিকটা সময়ের জন্য বিশ্রাম নিচ্ছি; হয়তো বিকেল থেকেই আবার নতুন কোনো কাজ এসে হাজির হবে। যাই হোক, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আমার ছুটির দিনের গল্পটা মোটামুটি এমনই।
এই দেখুন, লেখা শেষ হতে না হতেই আবারও গিন্নির ডাক পড়েছে—সবাই মিলে একসঙ্গে দুপুরের খাওয়াদাওয়া করবে, এজন্য প্রচুর ডাকাডাকি করছে ।
যাই তাহলে, কেমন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





